আতাইকুলা প্রতিনিধিঃ পাবনার আতাইকুলা থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে। সে সাঁথিয়া থানার ছোন্দাহ গ্রামের মৃত আঃ ছামাদ আলীর ছেলে রবিউল ইসলাম রুবেল (২৯)।
থানা সুত্রে জানা যায়, গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে আতাইকুলা থানার এসআই শাহিনুর ইসলাম ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে থানার মাধপুর বাজার থেকে তাকে আটক করে। এসময় তার নিকট থেকে ১০ পিস ইয়াবা উদ্ধার করে। থানায় মাদক আইনে মামলায় মঙ্গলবার তাকে আদালতে প্রেরন করা হয়েছে। আতাইকুলা থানার অফিসার ইনচার্জ ওসি নাছিরুল আলম বলেন, সে একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তাকে জেলহাজতে প্রেরন করা হয়েছে।
মন্তব্য করুন