ঈশ্বরদীর বেদুনদিয়ায় শত শত দুস্থ মানুষের বিক্ষোভ-অবরোধ

স্টাফ রিপোর্টার, ঈশ্বরদীঃ ঈশ্বরদীর বেদুনদিয়া এলাকার শত শত দিনমজুর ও দুস্থ মানুষ খাদ্য পাওয়ার আশায় ঈশ্বরদী-ঢাকা মহাসড়ক অবরোধ ও এলাকায় জমায়েত করে প্রধানমনত্রীর দেওয়া ত্রাণ না পাওয়ার প্রতিবাদ জানিয়েছে।
সসরকারী নির্দেশনা মেনে ২৬ দিন বাড়িতে বেকার বসে থাকার পর সরকারী কোন প্রকার ত্রান না পেয়ে তারা এই প্রতিবাদ জানায়।
আজ সকালে বেদুনদিয়ায় এলাকায় জমায়েত করে এবং গতকাল সকালে ঈশ্বরদী-ঢাকা মহাসড়ক অবরোধ এই প্রতিবাদ জানানো হয়।
পরে সেনা বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্তণ করে। এই প্রতিবাদের নেতৃত্ব দেন, জোসনা বেগম, ট্রাকড্রাইভার মজনু, দৃষ্টি প্রতিবন্দি আইনাল হকসহ অন্যরা।
তারা অভিযোগ করে বলেন, আমরা টেলিভিশন ও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে জানতে পেরেছি প্রধান মন্ত্রী আমাদের জন্য অনেক ত্রাণের খাদ্য বরাদ্দ দিয়েছেন। অথচ এখন পর্যন্ত কোন প্রকার সাহায্য না পেয়ে অনাহারে ছেলে সন্তান নিয়ে কষ্টে দিন কাটাচ্ছি। তারা প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেন।
অন্যদিকে আজ সকালে সলিমপুরসহ বিভিন্ন ইউনিয়ন থেকে চায়ের দোকানদাররা সরকারী সহযোগিতা পাওয়ার দাবিতে ইউএনও অফিসে অভিযোগ দাখিল করেন।
মন্তব্য করুন