গোলাপগঞ্জ উপজেলা ভিত্তিক ২য় হিফজুল কোরআন প্রতিযোগীতা সম্পন্ন

মিজানুর রহমান, বিশেষ প্রতিনিধিঃ আল-কবীর এডুকেশন ট্রাস্ট উদ্যোগে গোলাপগঞ্জ উপজেলা ভিত্তিক ২য় হিফজুল কোরআন প্রতিযোগীতা সম্পন্ন হয়েছে।
শনিবার ১৪ মার্চ সকাল ৯ টায় গোলাপগঞ্জ বাঘার বটেরতল বাজারের ক্লাসিক্যাল কমিউনিটি সেন্টারে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
প্রতিযোগীতায় বাঘা মাদ্রাসার শিক্ষক হাবিবুর রহমানের সভাপতিত্বে ও হাফিজ মাওলানা আব্দুল আহাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভার্তখলা মাদ্রাসার প্রিন্সিপাল হাফিজ মাওালানা মজদুদ্দীন আহমদ।
প্রধান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জের দারুল উলুম’র প্রতিষ্ঠাতা মাওলানা ইকবাল হোসাইন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট মুরব্বী আতাউর রহমান, রফিক উদ্দিন, ১নং বাঘা ইউপি’র সাবেক চেয়ারম্যান সেলিম আহমদ, খলিলুর রহমান বাচন, এম এ সাইদুল হাসান প্রমুখ।
হিফজুল কোরআন প্রতিযোগীতয় দুই গ্রুপে শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করে।
প্রতিযোগীতায় ৩০ পারা ক-গ্রুপে প্রথম হয়েছে হাজিপুর লরিফর এফ রহমান নুরানীয়া মাদ্রাসার ছাত্র শামসুর রহমান, ২য় হয়েছে তাহফিজুল কোরআন নুরানীয়া ইসলামাবাদ মাদ্রাসার ছাত্র ইমতিয়াজ আহমদ শিহাব, ৩য় হয়েছে ঢাকা দক্ষিণ দারুল উলুম হুসাইনিয়া মাদ্রাসা ইফতেহার হুসেন তাওছিফ, ৪র্থ হয়েছে মিফতাহুল উলুম জাঙ্গালহাটা পালপাড়া মাদ্রাসার ছাত্র কামরানুল ইসলাম, ঢাকা উত্তর রানাপিং হুসাইনিয়া মাদ্রাসা আবুল কালাম।
১৫ পারা খ-গ্রুপে ১ম স্থানে অধিকার করেছে ঢাকাদক্ষিণ দারুল উলুম হুসাইনিয়া মাদ্রাসার ছাত্র সায়েম আহমদ, ২য় হয়েছে মোঃ জাকারিয়া আলম, ৩য় হয়েছে হাজিপুর লরিষ্কর এফ রহমান নুরানী মাদ্রাসার ছাত্র ফুয়াদ জমির, ৪র্থ হয়েছে দারুল আরক্বাম শিলঘাটের ছাত্র লাদেন আহমদ, ৫ম হয়েছে বাঘা পুর্বগাও নুরে মদীনা মাদ্রাসার ছাত্র মাহমুদুল হাসান।
এরপর বিকালে বর্ণাঢ্য আয়োজনে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।
মন্তব্য করুন