পাবনার ঈশ্বরদীতে ৪৫৯০ লিটার ট্রেনের জালানী তেলসহ ১ জন গ্রেফতার

ডেস্ক নিউজঃ পাবনার ঈশ্বরদী থেকে র্যাব-১২ এর একটি দল অভিযান চালিয়ে ৪,৫৯০ লিটার ট্রেনের জালানী তেলসহ ১ জনকে গ্রেফতার করেছে।
গ্রফতারকৃত আসামী হলো, পাবনা জেলার ঈশ্বরদী থানার শৈলপাড়া এলাকার মোঃ রিয়াজ শেখের ছেলে মোঃ পিন্টু শেখ (৩৮)।
র্যাব-১২, সিপিসি-২ পাবনা এর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার জানান, র্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ১৭ মার্চ বেলা ১২ টার সময় অভিযান চালিয়ে পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন ফতেমোহাম্মদপুর হতে পিন্টু শেখকে গ্রেফতার করে। এসময় আসামীর নিকট থেকে ৪,৫৯০ (চার হাজার পাঁচশত নব্বই) লিটার ট্রেনের জালানী তেল উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতার পূর্বক আসামীর নিকট হতে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, পলাতক আসামী ২। মোঃ মিজানুর রহমান মিজান (৫০), পিতা- মৃত গোলাম রহমান, সাং- ফতেমোহাম্মদপুর, ৩। মোঃ সুমন হোসেন (৩০), পিতা- মৃত আব্দুল বারী, সাং- ফতেমোহাম্মদপুর, উভয় থানা-ঈশ্বরদী, জেলা- পাবনা। এই আসামিগণের সাথে পরষ্পর যোগসাজসে দীর্ঘদিন যাবত অবৈধভাবে ট্রেনের জালানী তেল চুরি করে চোরাই তেল নিজেদের হেফাজতে রাখিয়া অবৈধ ভাবে বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় এজাহার দায়েরের প্রস্তুতি চলিতেছে।
মন্তব্য করুন