পাবনায় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এসোসিয়েশন গঠিত

রফিকুল ইসলাম সুইট, পাবনাঃ পাবনায় উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান এসোসিয়েশন, পাবনা জেলা শাখা গঠিত হয়েছে।
রোববার দুপুরে পাবনা সদর উপজেলা পরিষদ এর কনফারেন্স রুমে জেলার সকল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যান দের উপস্থিতিতে উক্ত সংগঠন গঠিত হয়।
সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন সদর উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস ও সাধারণ সম্পাদক হয়েছেন ঈশ্বরদী উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান মো. আব্দুস সালাম খান।
সংগঠন সুত্রে জানাগেছে গঠিত কমিটি হলো- সভাপতি সদর উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান শাওয়াল বিশ্বাস, সহ সভাপতি সদর উপজেলা পরিষদ এর মহিলা ভাইস চেয়ারম্যান শামসুন নাহার রেখা, সাধারণ সম্পাদক ঈশ্বরদী উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান মো. আব্দুস সালাম খান, যুগ্ন সাধারণ সম্পাদক সাঁথিয়া উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকন, সাংগাঠনিক সম্পাদক চাটমোহর উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান ইছাহাক আলী মানিক, প্রচার সম্পাদক ভাঙ্গুড়া উপজেলা পরিষদ এর মহিলা ভাইস চেয়ারম্যান আজিদা পারভিন পাখি, অর্থ সম্পাদক সুজানগর উপজেলা পরিষদ এর মহিলা ভাইস চেয়ারম্যান মর্জিনা পারভিন, দপ্তর সম্পাদক আটঘোরিয় উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সদস্যরা হলেন- শায়রা শারমিন ইতি, সেলিনা সুলতানা শিলা, নাসরিণ পারভিন মুক্তা, তাহমিনা সুলতানা তহুরা, ফিরোজা পারভিন, আতিয়া ফেরদৌস কাকলী, গোলাম হাফিজ রঞ্জু, আব্দুল কুদ্দুস ফরিদ, মেসবাহুল হক, জিয়াউর রহমান কল্লোল।
মন্তব্য করুন