পাবনায় শুরু হয়েছে তিনদিনব্যাপী জেলা ইজতেমা


পাবনায় আজ থেকে শুরু হয়েছে তিনদিনব্যাপী জেলা ইজতেমা।
দুপুরে স্থানীয় বাস টার্মিণালের পাশে লস্করপুরে যোহর নামাজের পর সৌদি আরবের মেহমানদের বয়ানের মধ্য দিয়ে শুরু হয় ইজতেমা। শনিবার আখেরী মেনাজাতের মধ্যদিয়ে তিনদিনব্যাপী জেলা ইজতেমা শেষ হবে । মোনাজাত পরিচালনা করবেন মাওলানা সাদের অনুসারী মাওলানা ওয়াসিকুল ইসলাম। উপস্থিত ছিলেন ডা: মো: শামসুল আলম, ডা: মো: শাহাদাত হোসেন, সাইফুর রহমান, আব্দুল কাদের সাহেব, মুকুল খান মো: সায়েম, মো: হেদায়েতুল ইসলাম প্রমুখ। ইজতেমায় সৌদি আরব, ইন্দোনেশিয়া মালয়েশিয়াসহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তের প্রায় ৩০ হাজার মুসুল্লিগণ অংশগ্রহন করবেন।
মন্তব্য করুন