পাবনায় ৩০০ পিচ ইয়াবা ও ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রেস রিলিজঃ পাবনা র্যাব কর্তৃক ৩০০ (তিনশত) পিচ্ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও ০২ (দুই) কেজি অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য সহ গাঁজা ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।
র্যাব-১২, সিপিসি-২ পাবনা, র্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্বে পাবনা জেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান পরিচালনা করে গত ০৯ ফেব্রুয়ারী ২০২০ তারিখ সন্ধ্য ৭ ঘটিকার সম্য পাবনা জেলার সুজানগর থানাধীন গোপিনপুর সাকিনস্থ এলাকা হতে একজন মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটককৃত মাদক ব্যবসায়ী পাবনা জেলার সুজানগর থানার গোপিনপুর গ্রামের মোঃ বাবু সরদারের ছেলে সুমন সরদার (১৯)।
উক্ত আসামীকে গ্রেফতার পূর্বক তার নিকট হতে ৩০০ (তিনশত) পিচ্ অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আজ ১০ ফেব্রুয়ারী ২০২০ তারিখ রাত ০১.৩০ ঘটিকার সময় পাবনা জেলার পাবনা সদর থানাধীন লাইব্রেরী বাজারস্থ এলাকা হতে আরও এক মাদক ব্যবসায়্যীকে গ্রফতার করে।
গ্রেফতারকৃত আসামী পাবনা জেলার সদর থানার দক্ষিণ রামচন্দ্রপুর গ্রামের মৃত রঞ্জিত দাসের ছেলে কালা দাস (৩০)।
গ্রেফতার পূর্বক তার নিকট হতে ০২ (দুই) কেজি অবৈধ নেশাজাতীয় মাদক দ্রব্য গাঁজা উদ্ধার করা হয়।
ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ও গাঁজা নিজেদের হেফাজতে রাখিয়া নিজ এলাকাসহ বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল।
ধৃত আসামীদের বিরুদ্ধে পাবনা জেলার সুজানগর ও সদর থানায় পৃথক পৃথক এজাহার দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন