পাবনা কৃষ্ণপুর কলাবাগান এলাকায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে এক ব্যক্তি নিহত

এস এম আলম, পাবনাঃ পাবনা পৌরএলাকার কৃষ্ণপুর কলাবাগান এলাকায় পুলিশের সাথে কথিত বন্দুক যুদ্ধে হাব্বান(৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছে।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির নামে মাদক ব্যবসা, সন্ত্রাস, ছিনতাইসহ এক ডজন মামলা রয়েছে।
পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম পিপিএম জানান, গতরাতে ঐ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযানে গেলে সন্ত্রাসীরা তাদের উপর অতর্কিত গুলি বর্ষণ করে। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে ঘটনাস্থলে হাব্বান নিহত হয়। তার সহযোগীরা ঘটনাস্থল থেকে পলায়ন করে।
ঘটনাস্থল থেকে একটি রিভলভার, ৫ রাউন্ড গুলি, ও পিস্তলের ২টি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।
নিহত হাব্বান পাবনা পৌর এলাকার মন্ডলপাড়ার বাসিন্দ।
মন্তব্য করুন