পাবনা চিনিকলের এমডির অফিস ঘেরাও করে বিএসএফআইসির চেয়ারম্যানের অপসারণ দাবি


স্টাফ রিপোর্টার, ঈশ্বরদীঃ বকেয়া বেতন ও বোনাসের দাবিতে ঈশ্বরদীর পাবনা চিনি মিলের এমডি অফিস ঘেরাও করে অগ্নি সংযোগ, চেয়ার ভাংচুর ও অফিসের জানালায় ফুলের টব নিক্ষেপ করা হয়েছে।
প্রায় দু’ঘন্টা ব্যাপি অবরোধ চলাকালে সিবিএ সভাপতি সাজেদুল ইসলাম শাহিন, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান উজ্জল ও সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, তৌহিদা খাতুনসহ অন্যরা বক্তব্য দেন।
বক্তারা চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যানের অপসারণ দাবি করে বলেন, করোনা দুর্যোগে আক্রান্ত শ্রমিকদের এখন পর্যন্ত চার মাসের বেতন, এরিয়া বিল ও বোনাসসহ অন্যান্য বিলের অনুকুলে প্রায় দশ কোটি টাকা পাওনা হলেও কর্তৃপক্ষ দিচ্ছেন না।
এসব অভিযোগের বিষয়ে মিলের এমডি সাংবাদিকদের জানান, প্রধান কার্যালয় থেকে বরাদ্দ না থাকায় শ্রমিকদের বিল পরিশোধ করতে পারছিনা।
এসময় উপস্থিত ছিলেন, জিএম প্রশাসন সিদ্দিক আলী, জিএম অর্থ ওয়াকার হাসান, জিএম ফ্যাক্টরী মাহমুদুল হক, জিএম কৃষি আক্তারুজ্জামান ও সিবিএ নেতারা।
মন্তব্য করুন