ফরিদপুর একুশে ফেব্রুয়ারির আগের রাতে ছিন্নমূল ও অসহায়দের রাতের খাবার বিতরণ

ফরিদপুর প্রতিনিধিঃ দেশের বিভিন্ন জেলা থেকে ছিন্ন মূল ও হতদরিদ্র জনগোষ্ঠী কাজের সন্ধানে ফরিদপুর শহরে আসেন। এদের মধ্যে বেশির ভাগ লোকই দিন মুজুর বা ভাড়ায় চালানো রিকশা শ্রমিক। এদের মধ্যে বেশির ভাগেই নিদিষ্ট কোন থাকার জায়গায় নেই। তাদের অনেকেই রাত কাটায় ফরিদপুর পুরাতন বাস স্টেশন, নতুন বাস স্টেশন, মহিম ইনিস্টিউটের বারান্দা, জজ কোর্টের বারান্দা সহ রেলওয়ে স্টেশনে। এরা তিন বেলা ঠিক মতো খেতে পারেনা। অনেকে আছেন দিনে একবার খেয়ে বাকি ২৪ ঘন্টা না খেয়ে থাকেন।
তাদের এক বেলা খাবার দেওয়ার জন্য ফরিদপুর সমকাল সুহৃদ সমাবেশের সভাপতি সৌমিত্র মজুমদার পলাশ এর প্রয়াত মায়ের স্মরণে গতকাল রাতে সমকাল সুহৃদ ফরিদপুর শাখা পক্ষ থেকে শহরের বিভিন্ন এলাকায় অবস্থানরত ছিন্নমূল ও অসহায় গরিব দুঃখী ১০০ জন মানুষের মাঝে রাতের খাবার বিতরণ করা হয় ।
এসময় সমকাল সুহৃদ সমাবেশ ফরিদপুর শাখার সাধারণ সম্পাদক বলেন, এই ধরণের উদ্যোগ আমরা আরও বেশি করে নিতে চাই। এই জন্য প্রয়োজন সমাজের বৃত্তবানদের সহযোগিতা।
মন্তব্য করুন