ভাঙ্গুড়ার প্রবেশ দ্বারে নিয়ন্ত্রণ গেট স্থাপন

ভাঙ্গুড়া (পাবনা) সংবাদদাতাঃ গত ৭ই এপ্রিল হতে পাবনা জেলার ভাঙ্গুড়া পৌরসদরের আটটি পয়েন্টে প্রবেশ নিয়ন্ত্রণ গেট স্থাপন করা হয়েছে। যাতে করে সাধারণ জনতা বিনা প্রয়োজনে পৌরসদরে প্রবেশ করে জনসমাগম করতে না পারে।
করোনা ভাইরাস সংক্রমণের হাত থেকে পৌরবাসীকে মুক্ত রাখতে পৌর মেয়র গোলাম হাসনাইন রাসেল এ উদ্যোগ গ্রহণ করেছেন।
পৌরসভার প্রবেশ নিয়ন্ত্রণ গেটে গিয়ে সরোজমিনে দেখা যায় যে, বিশেষ পোশাক পরিহিত একজন করে ব্যক্তি প্রবেশ নিয়ন্ত্রণে দায়িত্ব পালন করছেন। এ উদ্যোগকে ভাঙ্গুড়া পৌরবাসী সাধুবাদ জানিয়েছেন ।
ভাঙ্গুড়া পৌরসভার মেয়র জনাব রাসেল জানান, সংক্রমণ প্রতিরোধ করার লক্ষ্যে এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
যদি কারো পাশের বাসায় বা মহল্লায় ঢাকা-নারায়ণগঞ্জ বা বিদেশ থেকে কেউ এসে থাকে তাহলে তাকে বাসায় থাকতে বলেছেন এবং প্রশাসনকে অবহিত করার জন্য অনুরোধ জানিয়েছেন ভাঙ্গুড়া পৌরসভার মেয়র জনাব রাসেল।
মন্তব্য করুন