যুবমহিলা লীগ পাবনার সভাপতি এ্যাড. আরেফা খানম শেফালীর উদ্যোগে দোয়া মাহফিল ও এতিমদের মধ্যাহ্নভোজ

শফিক আল কামাল, পাবনাঃ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২০ উপলক্ষে বাংলাদেশ যুবমহিলা লীগ পাবনা জেলা শাখার সভাপতি এ্যাড. আরেফা খানম শেফালীর উদ্যোগে পাবনায় দোয়া মাহফিল ও এতিম এবং প্রতিবন্ধীদের মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।
মঙ্গলবার ১৭ মার্চ দুপুরে পাবনা শহরের সিংগা এলাকায় মানব কল্যাণ ট্রাষ্ট এর এতিম, নিঃস্ব, দুহাত বিহীন, পায়ে ত্রুটি এবং শারীরিক ও দৃষ্টি প্রতিবন্ধী, অভিভাবক বিহীন ১৩৯জন কে দুপুরের খাবার খাওয়ানো হয়।
নুরপুর হযরত ফাতেমা রাঃ জামে মসজিদ, সিংগা জামে মসজিদ এবং মানব কল্যাণ ট্রাষ্ট কোরআন শরীফ পাঠ এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারে অন্যান্য শহীদের বিদেহী আত্মার প্রতি মাগফেরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।
দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন প্রধান শিক্ষক হাফেজ মাও. মো. আব্দুর রশিদ।
এ সময় উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সোহেন হাসান শাহিন, পাবনা পৌরসভার ১০নং ওয়ার্ড এর সভাপতি মো. আবুল হোসেন, সাধারণ সম্পাদক দুলাল হোসেন প্রমুখ।
মন্তব্য করুন