রাজশাহীর বাঘার আলাইপুর সীমান্ত হতে ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিল জব্দ

বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃক রাজশাহীর বাঘা উপজেলার আলাইপুর সীমান্তে ১৯৪ বোতল নিষিদ্ধ ঘোষিত ফেনসিডিল জব্দ করা হয়।
বিজিবি’র ১ ব্যাটালিয়ন এর আলাইপুর বিওপি’র সুবেদার মোঃ রফিক এর নেতৃত্বে সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে আলাইপুর ও মীরগঞ্জ বিওপি’র পাঁচ সদস্যের একটি বিশেষ টহল দল বাঘা থানাধীন পদ্মা নদীর বারসীপাড়া (বারশত দিয়ার) নামক এলাকায় টহল পরিচালনা করে।
এই সময় একজনের গতিবিধি সন্দেহজনক হলে বিজিবি টহল দল তার পিছু নেয় এসময় চোরাকারবারি বিজিবির উপস্থিতি টের পেয়ে ফেনসিডিল ভর্তি ব্যাগ ফেলে দৌড়ে আত্মগোপন করে।
এ সময় তার ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ১৯৪ বোতল নিষিদ্ধঘোষিত ভারতীয় ফেনসিডিল জব্দ করতে সক্ষম হয়।
আটককৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৭৭ হাজার ৬০০শত টাকা।
বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারা যায়নি।
এলাকাবাসী বলেন এই ক্যাম্প কমান্ডার (সুবেদার) আসার পরে আলাইপুর এলাকায় চোরাচালান কমে এসেছে। যত্রতত্র নেশাগ্রস্ত লোকের সংখ্যা কমে গেছে। এলাকাবাসী এ ধারাবাহিকতা রক্ষার আহ্বান জানান।
মন্তব্য করুন