সাঁথিয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে নগদ টাকাসহ মালামাল পুড়ে ভস্মিভূত

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়ায় এক ভয়াবহ অগ্নিকান্ডে ব্যাপক ক্ষতি হয়েছে। ঘটনাটি ঘটেছে সাঁথিয়া উপজেলার গৌরীগ্রাম মধ্যপাড়া মৃত খইমদ্দিনের ছেলে মজিদের বাড়িতে।
জানা যায়, গত বৃহস্পতিবার ৯ এপ্রিল দুপুরে মজিদের প্রতিবেশি দুলালের রান্না ঘর থেকে আগুনের সুত্রপাত হয়। মুহুর্তে আগুনের লেলিহান শিখা মজিদের বসত ঘরে ছড়িয়ে পড়ে। এতে ঘরে রক্ষিত নগদ টাকা, পেঁয়াজ, রসুন, আসবাবপত্রসহ মালামাল পুড়ে ভস্মিভূত হয়ে যায়।
দীর্ঘসময় ধরে এলাকাবাসি আগুন নিয়ন্ত্রনের আনার প্রাণপন চেষ্টা করে। খবর পেয়ে বেড়া থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে আসলে ততক্ষনে সব পুড়ে ছাই হয়ে যায়।
বাড়ির মালিক মজিদ জানায়, আমি গরীব মানুষ আগুনে সব পুড়ে আমার প্রায় ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, সব হারিয়ে আমি এখন নিঃশ্ব এবং সর্বশান্ত হয়ে গেলাম এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করছি।
মন্তব্য করুন