সিরাজগঞ্জে স্বামীর বিরূদ্ধে গৃহবধূকে এসিড নিক্ষেপের অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জের রায়গঞ্জে দাম্পত্য কলহের জের ধরে গৃহবধূর উপর এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে এক স্বামীর বিরুদ্ধে।
শুক্রবার ২৭ মার্চ ভোরে রায়গঞ্জ উপজেলার সোনাখাড়া ইউনিয়নের মধুপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। স্থানীয়রা স্বামীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। আহত গৃহবধূকে (২২) সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল বলেন, ২ বছর আগে এই দম্পতির বিয়ে হয়। বৃহস্পতিবার রাতে তাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে শুক্রবার ভোরে ঘুমন্ত স্ত্রীর উপর এসিড নিক্ষেপ করে স্বামী। এ সময় ঐ নারীর আর্তচিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে।
রায়গঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম বলেন, ঐ নারীর স্বামীকে থানা হেফাজতে রাখা হয়েছে। এসিড নিক্ষেপের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ আরেফিন সবুজ বলেন, ঐ নারীর মুখমন্ডলের অধিকাংশ ঝলছে গেছে। তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মন্তব্য করুন