সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কে পাষন্ড পুত্রের হাতে বৃদ্ধা মা খুন

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ শহরের মুজিব সড়কে পাষন্ড পুত্রের হাতে বৃদ্ধা মা খুন হয়েছে।
নিহত রাশিদা খানম ( নাজমাবেগম) (৬৫) গাজী তোজাম্মেল হকের স্ত্রী এবং অবঃ স্বাস্থ্য সহকারী। ঋণ গ্রস্ত তার পাষন্ড সন্তান নিয়ন হোসেন দাবী করা টাকা না পেয়ে এ হত্যা কান্ড ঘটিয়েছে বলে পরিবারের সদস্যরা অভিযোগ করেছে। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।
নিহতের পরিবার ও পুলিশ জানায়, রাশিদা বেগমের ছেলে নিয়ন হোসেন একজন স্বাস্থ্য সহকারী। জুয়া খেলে অনেক টাকা ঋণ হয়েছে। এই টাকার জন্য বিভিন্ন সময়ে তার মায়ের কাছে অর্থ দাবী করত। এমন অবস্থায় মঙ্গলবার সকালে মায়ের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নিয়ন তার মাকে বিছানার উপর ফেলে ধারালো ছুরি দিয়ে জবাই করে।
হত্যার পর সে পালিয়ে যায়। ঘটনার সময় নিয়নের স্ত্রী এবং তার ছোট ভাইয়ের স্ত্রী বাড়ীতেই ছিল।
পুলিশ সুপার হাসিবুল আলম ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের জানান, হত্যাকান্ডের সঠিক কারন যানা যায় নি। হত্যাকান্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে। ছুরিতে ঘাতকের হাতের ছাপ পাওয়া গেছে। দ্রুততম সময়ের মধ্যে এই হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও হত্যাকারীকে গ্রেফতার করা সম্ভব হবে।
ঘটনার পর থেকে নিহতের বড় ছেলে নাহিদ ইমরান নিয়ন পলাতক রয়েছে।
মন্তব্য করুন