পাবনার পদ্মায় নৌকা ডুবিতে নিখোঁজ ৩ জনের সন্ধ্যান মেলেনি

পাবনায় পদ্মা নদীতে নৌকা ডুবির ঘটনায় ২ দিন অতিবাহিত হলেও নিখোঁজ তিনজনের কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। রাজশাহীতে থেকে আসা ডুবরি দল চেষ্টা যাচ্ছে। এলাকায় চলছে শোকের মাতম।
শুক্রবার বিকেলে পাবনা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর সহকারী পরিচালক কে এম সাইফুল ইসলাম জানান- আমরা ঘঁটনা স্থল এলাকায় উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছি।৫ জন ডুবরি নিখোঁদের উদ্ধারের চেষ্ঠা করে যাচ্ছে।
এখনও নিখোঁজ কাউকে উদ্ধার করা সম্ভব হয় নাই।উল্লেখ্য বৃহস্পতিবার দুপুরের সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের দীঘি গোহাইলবাড়ী এলাকায় পদ্মা নদীতে নৌকা ডুবির ঘটনায় তিনজন নিখোঁজ হন।
নিখোঁজরা হলেন-সদর উপজেলার দীঘি গোহাইলবাড়ী গ্রামের মো. আবুল হাসেম(২৭), বিপ্লব(৭) ও নাইম(৬)।
মন্তব্য করুন