পাবনা জেলা ক্রীড়া সংস্থার ৪ বছর মেয়াদের কার্যকরী পরিষদ গঠন

নিজস্ব প্রতিবেদক : পাবনা জেলা ক্রীড়া সংস্থার আগামী ০৪ ( ২০১৮-২০২২) বছর মেয়াদী কার্যকরী পরিষদ গঠিত হয়েছে। নির্বাচনের রিটার্নিং অফিসার ও সহকারী কমিশনার ও রোকসানা মিতা স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তি থেকে জানা গেছে।
উল্লেখ্য নির্বাচিত কার্যকরী পরিষদ গঠনের লক্ষে একটিমাত্র প্যানেল জমা পরে। উক্ত প্যানেলের ২৭ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ বিবেচিত হওয়ায় এবং কেউ প্রার্থীতা প্রত্যাহার না করায় সর্বস্মমতভাবে এই ঘোষণা দেয়া হয় বলে কমিশন সূত্রে জানা গেছে।
পাবনা জেলা ক্রীড়া সংস্থার পূর্ণাঙ্গ কার্যকরী পরিষদ হলো জেলা প্রশাসক, সভাপতি (পদাধিকারবলে),পুলিশ সুপার, সহ-সভাপতি (পদাধিকারবলে), অতিরিক্ত জেল প্রশাসক (সার্বিক), সহ-সভাপতি (পদাধিকারবলে)।
কার্যকরী পরিষদের নির্বাচিত সদস্য বৃন্দ হলেন মোঃ রেজাউল হোসেন বাদশা, সহ সভাপতি, এস. মুস্তাকিম সবুজ- সহ সভাপতি, মোঃ আবুল কালাম আজাদ- সহ সভাপতি, সুলতান আহমেদ- সহ সভাপতি, মোঃ শহীদুল হক মানিক- সাধারণ সম্পাদক,
সাইফুল আলম স্বপন চৌধুরী- অতিরিক্ত সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ- খন্দকার ইদ্রিস আলী, যুগ্ম সম্পাদক- হোসনে আরা খাতুন হাওয়া ও মোঃ রাশেদ হোসেন ফারুক। ১৮ জন কার্যকরী পরিষদের নির্বাচিত সদস্য হলেন মোঃ হাবিবুর রহমান হাবিব, রবিউল ইসলাম চৌবে, মোসাদ্দেক আলী খান খসরু,
আহসান হাবিব নিঠু, মনির উদ্দিন আহমেদ মান্না, আলী মর্তুজা বিশ্বাস, গৌতম কুমার সরকার গোরা, এফ,এম, সাদরুল আমিন, মোঃ তাজ উদ্দিন তরু, শেখ মোঃ মাহবুবুর রহমান, মোঃ কামিল হোসজ
আলহাজ্ব মোঃ শরীফুল হোসেন (হাজী শরীফ),মোঃ শরীফ উদ্দিন প্রামানিক, রাসমা আক্তার,সাইদ হোসেন সুমন, মোঃ ফারুক কবির খান (লিও), রিজভি আহমেদ রেজা, মোঃ আখতারুজ্জামান (জর্জ) ও পদাধিকারবলে জেলা ক্রীড়া অফিসার, পাবনা।
মন্তব্য করুন