ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
সারাদেশের জেলা উপোজেলা পর্যায়ে দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদকর্মী নিয়োগ চলছে । আগ্রহী প্রার্থীগন জীবন বৃত্তান্ত ইমেইল করুন shatakantha.info@gmail.com // দৈনিক স্বতঃকণ্ঠ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৭১১-৩৩৩৮১১, ০১৭৪৪-১২৪৮১৪

মালবাহী নছিমন কাঠের ব্রিজ দিয়ে যাওয়ার সময় ভেঙ্গে পড়ল খাদে

বার্তাকক্ষ
  • প্রকাশিত সময় ১০:২৩:০৭ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২
  • / 81
পাবনার ভাঙ্গুড়ায় মালবাহী নছিমন গাড়ি ফুট কাঠের ব্রিজ দিয়ে যাওয়ার সময় ভেঙ্গে পড়ল।

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ১০:২২ অপরাহ্ন, আগষ্ট ৩১, ২০২২


পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের মাঠে নির্মিত সাবমার্সিবুল রাস্তায় মালবাহি ট্র্যাক গাড়ি যাওয়ার সময় কাঠের ফুট ব্রীজটি আকস্মিক ভেঙ্গে পড়ায় চলনবিল অঞ্চলে যোগাযোগের সেতুবন্ধন এ রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

অষ্টমনিষা ইউনিয়নের বড়বিশাকোল ডেঙ্গার পাড়া ব্রীজে থেকে খানমরিচ ইউনিয়নের সাথে গ্রামীণ সড়ক পথে যোগাযোগের জন্য বাঁশবাড়িয়া মাঠ হয়ে সাতবাড়িয়া ত্রিমহনি খেলার মাঠ পর্যন্ত একটি সাবমার্সিবুল রাস্তা বিগত কয়েক বছর পূর্বে নির্মিত হয়েছে।

গত বছর বর্ষার শেষে বিলপাড়ের মাঠের পানি দ্রুত নিষ্কাশনের জন্য বাঁশবাড়িয়া-কয়ড়া গ্রামের সীমান্ত মাঠে নির্মিত হয় কাঠের ফুটব্রীজ। মাঠের মাঝখান দিয়ে নির্মিত এ গ্রামীণ সাবমার্সিবুল রাস্তা দিয়ে ভ্যান, রিস্কা, অটোবাইক, সিএনজি,মটর সাইকেল-বাইসাইকেল সহ প্রভূতি ক্ষুদ্র যানবাহন স্বচ্ছন্দে চলাচল করছিল।

রবিশস্য মৌসুমে(রবি-খরিফ) বিলপাড়ের বাঁশবাড়িয়া, বড়বিশাকোল, কয়ড়া, জয়রামপুর, শ্রীপুর, সাতবাড়িয়া কিংবা পুকুরপাড় বাজার যাওয়ার দ্রুততম রাস্তা এটি।এই গ্রামীণ সাবমার্সিবুল রাস্তা নির্মাণ কালে বৃহৎবিল অঞ্চলের মাঠের পানি নিষ্কাশনের জন্য রাস্তার মাঝে মাঝে অতিসরু বক্সকালভাট নির্মাণ করা হয়।

ফলে বন্যার পানি দ্রুতনেমে যাওয়ার সময় সাবমার্সিবুল রাস্তায় এসে পানি আঁটকে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতো। চাষাবাদে সমস্যা হওয়াতে এ অঞ্চলের কৃষকরা রাস্তা ভেঙ্গে একটি স্থায়ী অবকাঠামো ব্রিজ তৈরী নির্মাণের দাবি জানান।ফলে গত বছর বর্ষার শেষদিকে উল্লেখিত স্থানে পাবনার-৩ এলাকার মাননীয় এমপি মোঃমকবুল হোসেনের নির্দেশে স্থানীয় প্রশাসনের উদ্যোগে ২০-২৫ ফুটের মতো ব্যবধানে একটি কাঠের ফুটব্রীজ নির্মাণ করে পানি চলাচল সচল সহ রাস্তাটি চলমান রাখে।

ক্ষুদ্র গ্রামীণ সাবমার্শিবুল এ সড়ক পথে গাড়ী চলাচলে বিধিনিষেধ দিয়ে নির্দেশনার সাইনবোর্ড দেওয়া হয়নি। ফলে হালকা যানবাহনের জন্য নির্মিত রাস্তায় বড়-ছোট ও ভারী যানবাহন চলাচল করে আসছিল।

গতকাল সোমবার(২৯আগস্ট)বিকালে অধিক মালবোঝাই মিনিট্র্যাক গাড়ী যাওয়ার সময় কাঠের ব্রিজ ভেঙ্গে গাড়ী উল্টে গিয়ে দুর্ঘটনায় কবলিত হয়। দুর্ঘটনায় কোন হতাহত না ঘটলেও বর্তমানে এ গ্রামীণ রাস্তায় ভ্যান, মোটরসাইকেল, সাইকেল, অটোরিক্সাসহ সকল প্রকার যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

স্থানীয়দের দাবি দ্রুত ক্ষতিগ্রস্থ ব্রীজটি পুননির্মাণ করে যোগাযোগ স্থাপন। পাশাপাশি গ্রামীণ এ সরুপথে যেন ট্র্যাক,পিকআপ ভ্যান সহ বড় যানবাহন চলাচল করে যানজট ও দুর্ঘটনা ঘটাতে না পারে সেজন্য প্রশাসন হস্তক্ষেপ দাবি করেছেন।

এ ঘটনার সত্যতা স্বীকার করে ভাঙ্গুড়া উপজেলা প্রকৌশলী মোছাঃ আফরোজা আক্তার জনান,গতকাল মঙ্গলবার(৩০আগস্ট) বিকাল ৫টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান এবং তার দপ্তরের অন্যান্য প্রকৌশলী,উপজেলা দুর্যোগ প্রশমন কমিটির সদস্যবৃন্দ সহ ঘটনা স্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতি নিরুপণ করেছেন।

তিনি আরোও জানান,১টন ভারসাম্যের ফুটব্রীজে ১০টনের অধিক ওজনের বোঝাই মিনিট্র্যাক চাপিয়ে চলাচল যোগ্য ফুটব্রীট ধব্বংস করা হয়েছে।দুর্ঘটনা কবলিত যানবাহনটি চিহিৃত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থার কথা জানান।

 


 আরও পড়ুনঃ

 আরও পড়ুনঃ


মালবাহী নছিমন কাঠের ব্রিজ দিয়ে যাওয়ার সময় ভেঙ্গে পড়ল খাদে

প্রকাশিত সময় ১০:২৩:০৭ অপরাহ্ন, বুধবার, ৩১ অগাস্ট ২০২২
পাবনার ভাঙ্গুড়ায় মালবাহী নছিমন গাড়ি ফুট কাঠের ব্রিজ দিয়ে যাওয়ার সময় ভেঙ্গে পড়ল।

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ১০:২২ অপরাহ্ন, আগষ্ট ৩১, ২০২২


পাবনার ভাঙ্গুড়া উপজেলার অষ্টমনিষা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের মাঠে নির্মিত সাবমার্সিবুল রাস্তায় মালবাহি ট্র্যাক গাড়ি যাওয়ার সময় কাঠের ফুট ব্রীজটি আকস্মিক ভেঙ্গে পড়ায় চলনবিল অঞ্চলে যোগাযোগের সেতুবন্ধন এ রাস্তায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

অষ্টমনিষা ইউনিয়নের বড়বিশাকোল ডেঙ্গার পাড়া ব্রীজে থেকে খানমরিচ ইউনিয়নের সাথে গ্রামীণ সড়ক পথে যোগাযোগের জন্য বাঁশবাড়িয়া মাঠ হয়ে সাতবাড়িয়া ত্রিমহনি খেলার মাঠ পর্যন্ত একটি সাবমার্সিবুল রাস্তা বিগত কয়েক বছর পূর্বে নির্মিত হয়েছে।

গত বছর বর্ষার শেষে বিলপাড়ের মাঠের পানি দ্রুত নিষ্কাশনের জন্য বাঁশবাড়িয়া-কয়ড়া গ্রামের সীমান্ত মাঠে নির্মিত হয় কাঠের ফুটব্রীজ। মাঠের মাঝখান দিয়ে নির্মিত এ গ্রামীণ সাবমার্সিবুল রাস্তা দিয়ে ভ্যান, রিস্কা, অটোবাইক, সিএনজি,মটর সাইকেল-বাইসাইকেল সহ প্রভূতি ক্ষুদ্র যানবাহন স্বচ্ছন্দে চলাচল করছিল।

রবিশস্য মৌসুমে(রবি-খরিফ) বিলপাড়ের বাঁশবাড়িয়া, বড়বিশাকোল, কয়ড়া, জয়রামপুর, শ্রীপুর, সাতবাড়িয়া কিংবা পুকুরপাড় বাজার যাওয়ার দ্রুততম রাস্তা এটি।এই গ্রামীণ সাবমার্সিবুল রাস্তা নির্মাণ কালে বৃহৎবিল অঞ্চলের মাঠের পানি নিষ্কাশনের জন্য রাস্তার মাঝে মাঝে অতিসরু বক্সকালভাট নির্মাণ করা হয়।

ফলে বন্যার পানি দ্রুতনেমে যাওয়ার সময় সাবমার্সিবুল রাস্তায় এসে পানি আঁটকে স্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতো। চাষাবাদে সমস্যা হওয়াতে এ অঞ্চলের কৃষকরা রাস্তা ভেঙ্গে একটি স্থায়ী অবকাঠামো ব্রিজ তৈরী নির্মাণের দাবি জানান।ফলে গত বছর বর্ষার শেষদিকে উল্লেখিত স্থানে পাবনার-৩ এলাকার মাননীয় এমপি মোঃমকবুল হোসেনের নির্দেশে স্থানীয় প্রশাসনের উদ্যোগে ২০-২৫ ফুটের মতো ব্যবধানে একটি কাঠের ফুটব্রীজ নির্মাণ করে পানি চলাচল সচল সহ রাস্তাটি চলমান রাখে।

ক্ষুদ্র গ্রামীণ সাবমার্শিবুল এ সড়ক পথে গাড়ী চলাচলে বিধিনিষেধ দিয়ে নির্দেশনার সাইনবোর্ড দেওয়া হয়নি। ফলে হালকা যানবাহনের জন্য নির্মিত রাস্তায় বড়-ছোট ও ভারী যানবাহন চলাচল করে আসছিল।

গতকাল সোমবার(২৯আগস্ট)বিকালে অধিক মালবোঝাই মিনিট্র্যাক গাড়ী যাওয়ার সময় কাঠের ব্রিজ ভেঙ্গে গাড়ী উল্টে গিয়ে দুর্ঘটনায় কবলিত হয়। দুর্ঘটনায় কোন হতাহত না ঘটলেও বর্তমানে এ গ্রামীণ রাস্তায় ভ্যান, মোটরসাইকেল, সাইকেল, অটোরিক্সাসহ সকল প্রকার যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে।

স্থানীয়দের দাবি দ্রুত ক্ষতিগ্রস্থ ব্রীজটি পুননির্মাণ করে যোগাযোগ স্থাপন। পাশাপাশি গ্রামীণ এ সরুপথে যেন ট্র্যাক,পিকআপ ভ্যান সহ বড় যানবাহন চলাচল করে যানজট ও দুর্ঘটনা ঘটাতে না পারে সেজন্য প্রশাসন হস্তক্ষেপ দাবি করেছেন।

এ ঘটনার সত্যতা স্বীকার করে ভাঙ্গুড়া উপজেলা প্রকৌশলী মোছাঃ আফরোজা আক্তার জনান,গতকাল মঙ্গলবার(৩০আগস্ট) বিকাল ৫টার দিকে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদ হাসান খান এবং তার দপ্তরের অন্যান্য প্রকৌশলী,উপজেলা দুর্যোগ প্রশমন কমিটির সদস্যবৃন্দ সহ ঘটনা স্থল পরিদর্শন করে ক্ষয়ক্ষতি নিরুপণ করেছেন।

তিনি আরোও জানান,১টন ভারসাম্যের ফুটব্রীজে ১০টনের অধিক ওজনের বোঝাই মিনিট্র্যাক চাপিয়ে চলাচল যোগ্য ফুটব্রীট ধব্বংস করা হয়েছে।দুর্ঘটনা কবলিত যানবাহনটি চিহিৃত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থার কথা জানান।

 


 আরও পড়ুনঃ

 আরও পড়ুনঃ