ঈশ্বরদীতে অপহরণের ২৪ ঘন্টার মধ্যে আসামী গ্রেফতারসহ অপহৃত উদ্ধার

- প্রকাশিত সময় ১২:৫২:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫
- / 1
পাবনার ঈশ্বরদীতে প্রাইভেটকার চালক মোঃ সিয়াম সরদার (২৩)কে অপহরণ করে মুক্তিপণ দাবির ঘটনায় থানা পুলিশের তৎপরতায় ২৪ ঘন্টার মধ্যে অপহৃত প্রাইভেটকার চালক ও গাড়িটি উদ্ধার করেছে ঈশ্বরদী থানা পুলিশ।
সোমবার (৫ মে) বিকালে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহীদ ভিকটিম উদ্ধার ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
আটকৃত অপহরণকারী হলেন, পাবনার নাজিরপুর হাটপাড়া এলাকার মৃত আক্কাস আলী মোল্লার ছেলে মোঃ ইউনুস আলী (৪৫)।
থানা সূত্রে জানা যায়, ঈশ্বরদী উপজেলার চর সাহাপুর গ্রিনসিটির সামনে সিয়াম সরদার বিভিন্ন এলাকায় ভাড়ায় প্রাইভেট কার চালাতেন। প্রতিদিনের ন্যায় উপজেলার চর সাহাপুর নতুনহাট গ্রিনসিটির সামনে ভাড়ার উদ্দেশ্যে যায় তিনি। প্রাইভেট কার ভাড়া নেওয়ার কথা বলে তাকে অজ্ঞাতস্থান থেকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেন তার পরিবারের কাছে। অপহরণকারী সিয়ামের মায়ের মোবাইল ফোনে ফোন করে বিকাশের মাধ্যমে ৩০ হাজার টাকা মুক্তিপণ দাবিও করেন। মুক্তি পনের টাকা না দিলে তার ছেলেকে মেরে ফেলবে এমন হুমকিও দিতে থাকেন অপহরণকারী। সিয়াম সরদারের মা তাৎক্ষণিক ঈশ্বরদী থানাকে বিষয়টি মৌখিকভাবে জানান পরবর্তীতে লিখিতভাবে জানালে ঈশ্বরদী থানা পুলিশ তথ্যপ্রযুক্তি সহায়তায় প্রাইভেটকারটি সহ সিয়াম সরদারকে পাবনা সদর থানাধীন হেমায়েতপুর ইউনিয়নের কাশিপুর এলাকার একটি দোকানের সামনে থেকে মোঃ ইউনুস আলীকে গ্রেফতার করে এবং তাহার নিকট থেকে সিয়াম ও তাহার প্রাইভেট কার উদ্ধার করেন।
এবিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম শহীদ জানান, বিভিন্ন তথ্যপ্রযুক্তির সহযোগিতায় ২৪ ঘন্টার মধ্যে আসামিকে আটক করতে সফল হই। আসামিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডেরও আবেদন দেওয়া হয়েছে।