ঈশ্বরদী আমবাগান শিব মন্দিরের নির্মাণ কাজের উদ্বোধন

- প্রকাশিত সময় ০৫:৩৮:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
- / 139
ঈশ্বরদী পৌরসভার আমবাগান এলাকায় শিব মন্দিরের নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২ মে) দুপুরে নির্মাণ কাজের উদ্বোধন করেন শিল্প ও বণিক সমিতির সভাপতি আশিকুর রহমান নান্নু। সভাপতিত্ব করেন মন্দির কমিটির সভাপতি সুনিল চক্রবর্তি।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বণিক সমিতির সহ-সভাপতি ও সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন জনি, পৌর বিএনপি’র সাবেক সাংগাঠনিক সম্পাদক ইসলাম হোসেন জুয়েল, পৌর স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক মামুনর রশীদ নান্টু, যুগ্ম আহব্বায়ক মাহমুদুর রহমান জুয়েল, সাপ্তাহিক আমাদের ঈশ্বরদীর সম্পাদক দেবদুলাল রায়। সঞ্চালনা করেন বণিক সমিতির নির্বাহী সদস্য রাজেশ কুমার সরাফ।
সাত নম্বর ওয়ার্ড বিএনপি’র প্রস্তাবিত আহব্বায়ক খোরশেদ আলম দিপু, কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক বিকি আগারওয়াল, পৌরসভার সহকারি প্রকৌশলী প্রবির কুমার বিশ্বাস, বিশিষ্ঠ ব্যবসায়ী রমেন্দ্র নাথ বেল্টু, উত্তম বরাসিয়া,স্বর্ণ শিল্পী সমিতির সাধরাণ সম্পাদক মিলন কর্মকার, লিটন কর্মকারসহ হিন্দু সম্প্রদায়ের আরও অনেকেই এসময় উপস্থিত ছিলেন।