ঢাকা ০৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
সারাদেশের জেলা উপোজেলা পর্যায়ে দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদকর্মী নিয়োগ চলছে । আগ্রহী প্রার্থীগন জীবন বৃত্তান্ত ইমেইল করুন shatakantha.info@gmail.com // দৈনিক স্বতঃকণ্ঠ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৭১১-৩৩৩৮১১, ০১৭৪৪-১২৪৮১৪

কুমার নদে নির্মিতব্য অবৈধ স্থাপনা উচ্ছেদ

বার্তাকক্ষ
  • প্রকাশিত সময় ০৩:৫৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩
  • / 70

ফরিদপুরে কুমার নদ রক্ষা অভিযানের মধ্যেই শহরের একটি স্থানে কুমার নদের পাড়ে চলছিল অবৈধ স্থাপনা নির্মাণ। খবর পেয়ে জেলা প্রশাসন অভিযান চালিয়ে সেই অবৈধস্থাপনা উচ্ছেদ করেছে।

মঙ্গলবার (০১ আগস্ট) দুপুরে ফরিদপুরের সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। আনসার ব্যাটেলিয়নের একটি দল অভিযানে অংশ নেয়।
 


জানা গেছে, শহরের পূর্ব খাবাসপুরে কোহেল মোহরির নদীর ঘাট এলাকায় নদীর একটি বিরাট অংশ জুড়ে গত দুইদিন ধরে বাঁশ-খুটি গেড়ে অবৈধস্থাপনা নির্মাণের তোড়জোড় চলছিল। বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরে মঙ্গলবার দুপুরে সেখানে অভিযান চালানো হয়।

ফরিদপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান বলেন, ‘সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে মঙ্গলবার দুপুরে সেখানে অভিযান চালিয়ে নির্মিতব্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। লিটন নামে এক ব্যক্তি ওই স্থাপনা নির্মাণ করেছিলেন বলে জানতে পেরেছি। তবে উচ্ছেদ অভিযানকালে তাকে পাওয়া যায়নি।’

ফরিদপুর জেলা প্রশাসন সূত্রে জানানো হয়, গত জুন মাসে কুমার নদের কচুরিপানা অপসারণের মাধ্যমে কুমার নদ রক্ষা অভিযান শুরু হয়েছে। পর্যায়ক্রমে নদীর দখল ও দূষণরোধে পদক্ষেপ নেবেন তারা।
 


ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা বলেন, কুমার নদের অবৈধস্থাপনার তালিকা প্রণয়নের কাজ চলছে। আরও প্রায় দেড় মাস লেগে যেতে পারে। এরপর এসব অবৈধস্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করা হবে।

তিনি বলেন, ‘কুমার নদের এই অংশে নতুন করে কাউকে কোনো জমি বন্দোবস্ত দেয়া হচ্ছে না গত কয়েক বছর। তাই যারা নদীর সীমানায় বিভিন্ন স্থাপনা তৈরি করেছেন তারা সকলেই অবৈধ দখলদার হিসেবেই চিহ্নিত হবেন। আইনি জটিলতা এড়াতে আমরা জেলা প্রশাসন, ভূমি অফিসের সঙ্গে যোগাযোগ করে প্রকৃত তথ্যের ভিত্তিতে অবৈধ দখলদারদের চিহ্নিত করছি। এজন্য অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান শুরু করতে বিলম্ব হচ্ছে।’

এই রকম আরও টপিক

কুমার নদে নির্মিতব্য অবৈধ স্থাপনা উচ্ছেদ

প্রকাশিত সময় ০৩:৫৭:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩

ফরিদপুরে কুমার নদ রক্ষা অভিযানের মধ্যেই শহরের একটি স্থানে কুমার নদের পাড়ে চলছিল অবৈধ স্থাপনা নির্মাণ। খবর পেয়ে জেলা প্রশাসন অভিযান চালিয়ে সেই অবৈধস্থাপনা উচ্ছেদ করেছে।

মঙ্গলবার (০১ আগস্ট) দুপুরে ফরিদপুরের সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। আনসার ব্যাটেলিয়নের একটি দল অভিযানে অংশ নেয়।
 


জানা গেছে, শহরের পূর্ব খাবাসপুরে কোহেল মোহরির নদীর ঘাট এলাকায় নদীর একটি বিরাট অংশ জুড়ে গত দুইদিন ধরে বাঁশ-খুটি গেড়ে অবৈধস্থাপনা নির্মাণের তোড়জোড় চলছিল। বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরে মঙ্গলবার দুপুরে সেখানে অভিযান চালানো হয়।

ফরিদপুর সদরের সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান বলেন, ‘সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে মঙ্গলবার দুপুরে সেখানে অভিযান চালিয়ে নির্মিতব্য অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। লিটন নামে এক ব্যক্তি ওই স্থাপনা নির্মাণ করেছিলেন বলে জানতে পেরেছি। তবে উচ্ছেদ অভিযানকালে তাকে পাওয়া যায়নি।’

ফরিদপুর জেলা প্রশাসন সূত্রে জানানো হয়, গত জুন মাসে কুমার নদের কচুরিপানা অপসারণের মাধ্যমে কুমার নদ রক্ষা অভিযান শুরু হয়েছে। পর্যায়ক্রমে নদীর দখল ও দূষণরোধে পদক্ষেপ নেবেন তারা।
 


ফরিদপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী পার্থ প্রতিম সাহা বলেন, কুমার নদের অবৈধস্থাপনার তালিকা প্রণয়নের কাজ চলছে। আরও প্রায় দেড় মাস লেগে যেতে পারে। এরপর এসব অবৈধস্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করা হবে।

তিনি বলেন, ‘কুমার নদের এই অংশে নতুন করে কাউকে কোনো জমি বন্দোবস্ত দেয়া হচ্ছে না গত কয়েক বছর। তাই যারা নদীর সীমানায় বিভিন্ন স্থাপনা তৈরি করেছেন তারা সকলেই অবৈধ দখলদার হিসেবেই চিহ্নিত হবেন। আইনি জটিলতা এড়াতে আমরা জেলা প্রশাসন, ভূমি অফিসের সঙ্গে যোগাযোগ করে প্রকৃত তথ্যের ভিত্তিতে অবৈধ দখলদারদের চিহ্নিত করছি। এজন্য অবৈধ দখলদার উচ্ছেদ অভিযান শুরু করতে বিলম্ব হচ্ছে।’