ঢাকা ১২:১১ অপরাহ্ন, রবিবার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
সারাদেশের জেলা উপোজেলা পর্যায়ে দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদকর্মী নিয়োগ চলছে । আগ্রহী প্রার্থীগন জীবন বৃত্তান্ত ইমেইল করুন shatakantha.info@gmail.com // দৈনিক স্বতঃকণ্ঠ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৭১১-৩৩৩৮১১, ০১৭৪৪-১২৪৮১৪

করোনাভাইরাস মোকাবেলায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রস্তুতি

বার্তাকক্ষ
  • প্রকাশিত সময় ১২:৪২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০
  • / 159

ফরিদপুর প্রতিনিধিঃ করোনাভাইরাস মোকাবেলায় ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে একটি ২০ শয্যার আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে।

সোমবার ০৯ মার্চ সকালে হাসপাতালের চিকিৎসক ও নার্সসহ কর্মকর্তাদের নিয়ে বিশেষ বৈঠক করে প্রয়োজনীয় চাহিদা পত্র তৈরি করে ঢাকায় পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিশ্বব্যাপী করোনার প্রাদূর্ভাব ছড়িয়ে পরায় তারা বিষয়টিকে খুবই গুরুত্বের সঙ্গে দেখছেন।

সরেজমিনে সোমবার ফমেক হাসপাতালে পরিদর্শনকালে দেখা যায়, হাসপাতালের পুরাতন ভবনের ফিজিওথেরাপি সেন্টারের দোতলায় একটি আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়েছে। সেখানে চারটি শয্যা (বেড) রাখা হয়েছে। সেখানে রোগীদের সেবাকার্যে নিয়োজিতদের জন্য একসেট অ্যাপ্রোণ, মাস্ক ও গ্লোভস রয়েছে।

ফমেক হাসপাতালের একজন নার্স জানান, গত একমাস আগে এ ওয়ার্ডটি স্থাপন করা হয়। এখানে ২০টি শয্যার ব্যবস্থা করা হবে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুর রহমান জানান, রোববার বিকেলে ঢাকাস্থ স্বাস্থ্য বিভাগের মহাপরিচালকের সঙ্গে তাদের একটি ভিডিও কনফারেন্স হয়েছে এ ব্যাপারে। সেখানে তাদেরকে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের জন্য দিক নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি আরও জানান, এ প্রেক্ষিতে তারা সোমবার সকালে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও নার্সদের নিয়ে বৈঠক করেছেন। তারা প্রয়োজনীয় মালামালের একটি চাহিদা পত্রও তৈরি করেছেন। এসব মালামালের মধ্যে রয়েছে পোশাক, মাস্ক ও গ্লোভসসহ আনুষাঙ্গিক জিনিসপত্র। সোমবারই এ চাহিদাপত্র ইমেইলে ঢাকায় পাঠানো হবে। এসব মালামাল আপদকালীন মজুদ রাখার জন্য নির্দেশনা দিয়েছি।

তবে হাসপাতালে প্রয়োজনীয় জনবলের খুবই অভাব রয়েছে উল্লেখ করে ডা. সাইফুর রহমান জানান, প্রথম শ্রেণির ১৬৩টি পদের বিপরীতে তাদের এখানে রয়েছেন মাত্র ৫৭ জন। এছাড়া অ্যানেসথিয়া বিভাগের নিম্নস্তরে কোনো জনবল নেই। উচ্চপদে মাত্র তিনজন সহকারী অধ্যাপক রয়েছেন।

করোনাভাইরাস মোকাবেলায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের প্রস্তুতি

প্রকাশিত সময় ১২:৪২:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২০

ফরিদপুর প্রতিনিধিঃ করোনাভাইরাস মোকাবেলায় ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে একটি ২০ শয্যার আইসোলেশন ওয়ার্ড চালু করা হয়েছে।

সোমবার ০৯ মার্চ সকালে হাসপাতালের চিকিৎসক ও নার্সসহ কর্মকর্তাদের নিয়ে বিশেষ বৈঠক করে প্রয়োজনীয় চাহিদা পত্র তৈরি করে ঢাকায় পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, বিশ্বব্যাপী করোনার প্রাদূর্ভাব ছড়িয়ে পরায় তারা বিষয়টিকে খুবই গুরুত্বের সঙ্গে দেখছেন।

সরেজমিনে সোমবার ফমেক হাসপাতালে পরিদর্শনকালে দেখা যায়, হাসপাতালের পুরাতন ভবনের ফিজিওথেরাপি সেন্টারের দোতলায় একটি আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়েছে। সেখানে চারটি শয্যা (বেড) রাখা হয়েছে। সেখানে রোগীদের সেবাকার্যে নিয়োজিতদের জন্য একসেট অ্যাপ্রোণ, মাস্ক ও গ্লোভস রয়েছে।

ফমেক হাসপাতালের একজন নার্স জানান, গত একমাস আগে এ ওয়ার্ডটি স্থাপন করা হয়। এখানে ২০টি শয্যার ব্যবস্থা করা হবে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. সাইফুর রহমান জানান, রোববার বিকেলে ঢাকাস্থ স্বাস্থ্য বিভাগের মহাপরিচালকের সঙ্গে তাদের একটি ভিডিও কনফারেন্স হয়েছে এ ব্যাপারে। সেখানে তাদেরকে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণের জন্য দিক নির্দেশনা দেয়া হয়েছে।

তিনি আরও জানান, এ প্রেক্ষিতে তারা সোমবার সকালে হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও নার্সদের নিয়ে বৈঠক করেছেন। তারা প্রয়োজনীয় মালামালের একটি চাহিদা পত্রও তৈরি করেছেন। এসব মালামালের মধ্যে রয়েছে পোশাক, মাস্ক ও গ্লোভসসহ আনুষাঙ্গিক জিনিসপত্র। সোমবারই এ চাহিদাপত্র ইমেইলে ঢাকায় পাঠানো হবে। এসব মালামাল আপদকালীন মজুদ রাখার জন্য নির্দেশনা দিয়েছি।

তবে হাসপাতালে প্রয়োজনীয় জনবলের খুবই অভাব রয়েছে উল্লেখ করে ডা. সাইফুর রহমান জানান, প্রথম শ্রেণির ১৬৩টি পদের বিপরীতে তাদের এখানে রয়েছেন মাত্র ৫৭ জন। এছাড়া অ্যানেসথিয়া বিভাগের নিম্নস্তরে কোনো জনবল নেই। উচ্চপদে মাত্র তিনজন সহকারী অধ্যাপক রয়েছেন।