শাটডাউন বাস্তবায়নে ঈশ্বরদীতে রাতভর আওয়ামীলীগের তান্ডব

- প্রকাশিত সময় ০১:০৬:৩০ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫
- / 7
পতিত আওয়ামীলীগ ঘোষিত শাটডাউনকে কেন্দ্র করে ঈশ্বরদী জুড়ে রাতভর তান্ডন চালিয়েছে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
রবিবার ১৬ নভেম্বর মধ্যরাত থেকে কুষ্টিয়া-ঢাকা মহাসড়কের একাধিক স্থানে গাছকেটে, আগুন জ্বালিয়ে এবং ট্রাক ভর্তি বালু ফেলে মহাসড় অবরোধের চেষ্টা করেন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
একাধিক সূত্রে জানা যায়, ঢাকা-কুষ্টিয়া মহা সড়কের নওদাপাড়া এলাকায় রবিবার রাত আনুমানিক ২ ঘটিকার দিকে ট্রাক ভর্তি বালু ফেলে মহাসড়ক অবরোধ করা হয়। এসময় ঢাকা-বগুড়া-পাবনা এবং রাজশাহী অভিমুখী ও ঢাকা-বগুড়া ও উত্তর বঙ্গ থেকে ছেড়ে আসা কুষ্টিয়া বা দক্ষিণ বঙ্গ অভিমুখী সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এসময় উভয় পাশে প্রায় ৩ কিলোমিটার রাস্তায় তীব্র যান জটের সৃষ্টি হয়।
অপরদিকে একই মহাসড়কের সড়াইকান্দি এলাকায় মহাসড়কের পাশের গাছকেটে এবং মহাসড়কে আগুন জ্বালিয়ে যানবাহনের চলাচলে বাধা সৃষ্টি করে শাটডাউন আহ্বানকারী আওয়ামীলীগের নেতাকর্মীরা।
খবর পেয়ে পাকশী হাইওয়ে পুলিশ, ঈশ্বরদী থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভান এবং বালু ও গাছ অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করেন।
রূপপুর মর্ডান ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার রাকিব বিশ্বাস জানান, বালু ফেলে মহাসড়ক অবরোধের খবর আমরা জানতে পারি রাত পৌঁনে তিনটার দিকে। আমরা তখন থেকেই ঈশ্বরদী থানা পুলিশ, পাকশী হাইওয়ে থানা পুলিশ ও ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের সার্বিক সহযোগীতায় মহাসড়ক থেকে বালু অপসারণ করি। এতে আমাদের সময় লেগেছে দুই ঘন্টারও অধিক। এসময়ের মধ্যে মহাসড়কের দুই পাশে প্রায় ৩ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
ঈশ্বরদী উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক হেদায়েতুল ইসলাম অনিক বলেন, গভীর রাতে মুঠোফোনে সহকর্মীদের মাধ্যমে জানতে পারি দাশুড়িয়া-ঢাকা মহাসড়কের সড়াইকান্দি এলাকার কোবাদ ফিলিংস্টেশনের অদুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মহাসড়কে আগুন দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে যায়। এসময় ধাওয়া করে একজনকে আটক করে ঈশ্বরদী থানা পুলিশের কাছে সোপর্দ করি।
বিস্তারিত জানতে পাকশী হাইওয়ে থানার ওসি ইজাজ আহম্মেদ বলেন, শাটডাউনকে কেন্দ্র করে দুষ্কৃতিকারীরা বালি ফেলে মহাসড়ক অবরোধ করেন। খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায়। ঈশ্বরদী থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে প্রায় আড়াই ঘন্টা কাজ করে বালু অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করতে সক্ষম হই।
এদিকে ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার জানান, রাতে আমরা টহল ডিউটিতে ছিলাম খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বালু অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করতে সক্ষম হই।









