বিজ্ঞপ্তি :
শার্শায় ফেনসিডিল ও বাইসাইকেলসহ এক মাদক ব্যবসায়ী আটক

বার্তাকক্ষ
- প্রকাশিত সময় ০৪:০৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২০
- / 148
ইকরামুল ইসলাম, (যশোর) শার্শাঃ যশোরের শার্শা থেকে ৩৩ বোতল ফেনসিডিল ও একটি বাইসাইকেল সহ ইয়াসিন আরাফাত (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) সকালে শার্শা থানার সেতাই গ্রাম থেকে এ ফেনসিডিলের চালান সহ তাকে আটক করে শার্শা থানার বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।
আটক ইয়াসিন বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের ইয়ামিন গাজীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদে জানতে পেরে, বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই আকবর হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে সেতাই গ্রাম থেকে তাকে আটক করে। এসময় তার গায়ে পরা বিশেষ কায়দায় বানানো একাধিক পকেট যুক্ত জামার পকেট থেকে ৩৩ বোতল ফেনসিডিল ও একটি বাইসাইকেল উদ্ধার করা হয়।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শুকদেব রায় জানান, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এই রকম আরও টপিক
গ্রেফতার পুলিশ ফেনসিডিল মাদক মাদক ব্যবসায়ী মাদক ব্যবসায়ী গ্রেফতার মাদকদ্রব্য যশোর শার্শা