ঈশ্বরদীতে জাতীয় ভোটার দিবস উদ্যাপিত

- প্রকাশিত সময় ১২:৪৮:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২০
- / 109
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ ‘ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব’ এই শ্লোগানকে প্রতিপাদ্য করে ঈশ্বরদীতে সোমবার ২ মার্চ দ্বিতীয় বারের মতো জাতীয় ভোটার দিবসটি উদযাপিত হয়েছে।
সকালে এই উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বর হতে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হানের সভাপতিত্বে আলোচনা সভার আয়োাজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিষদের চেয়াারম্যান ও মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান ও সহাকারী কমিশনার (ভূমি) মমতাজ মহল।
স্বাগত বক্তব্য দেন, নির্বাচন কর্মকর্তা জিন্নাত আরা জলি। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, বিশিষ্ঠ শিক্ষাবিদ অধ্যাপক উদয় নাথ লাহিড়ী, ঈশ্বরদী মহিলা কলেজের অধ্যক্ষ হামিদুর রহমান, প্রেসক্লাবের সভাপতি স্বপন কুমার কুন্ডু, উপজেলা উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল লতিফ প্রমূখ।