মুজিববর্ষে ঈশ্বরদী প্রেসক্লাবে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ ফটো গ্যালরী উদ্বোধন

- প্রকাশিত সময় ০৬:২২:২৩ অপরাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২০
- / 134
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ মুজিক বর্ষ উপলক্ষে ঈশ্বরদী প্রেসক্লাবে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ’ ফটো গ্রালারী উদ্বোধন ও আননন্দ ভোজ অনুষ্ঠিত হয়েছে। ঐতিহাসিক ৭ই মার্চের সন্ধ্যায় এই গ্যালারী উদ্বোধন করেন মুক্তিযুদ্ধের সংগঠক ও উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস।
সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক স্বপন কুমার কুন্ডু। অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুল বাতেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নূরুজ্জামান বিশ্বাস, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিউটের মহাপরিচালক ড. আমজাদ হোসেন, পরিচালক ড. সমজিত কুমার পাল, পৌর মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবীর, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা চান্না মন্ডল, পৌর আওযামী লীগের সাধারণ সম্পাদক ইসাহক আলী মালিথা, উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল ইসলাম রনি প্রমূখ।
অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা, সরকারি নেতা, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।