উত্তরণ সাহিত্য আসরের বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালন

- প্রকাশিত সময় ০৮:১৩:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২০
- / 143
আলমগীর কবীর, পাবনাঃ দেশের অন্যতম সাহিত্য সংগঠন উত্তরণ সাহিত্য আসর পাবনা গতকাল সকাল ৮ টায় সাংস্কৃতিক চত্ত্বর পাবনা থেকে র্যালী বেড় হয়ে শহর প্রদক্ষিন করে জেলা পরিষদ পাবনার সামনে অবস্থিত বাঙ্গালি জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধান্জ্ঞলী প্রদান করে বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী তে বিনম্র শ্রদ্ধা জানান ও জাতিরপিতার রুহের মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করে।
উক্ত র্যালী ও শ্রদ্ধান্জ্ঞলী প্রদানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি কবি গল্পকার ও গীতিকার আলমগীর কবীর হৃদয় সাংগঠনিক সম্পাদক রাফিদ আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক শ্রাবন্তী মায়া, প্রচার সম্পাদক রেজা নাবিল, সহ সাধারন সম্পাদক রুদ্র বিশ্বাস, সহ সাংগঠনিক সম্পাদক রনি বিশ্বাস, জালাল উদ্দিন লিমন, শ্রী জীবন কুমার, কবি আদ্যনাথ ঘোষ, আবৃত্তিকার রওশন আরা রুশো, কবি শাম্মী আকতার, শাহরিয়ার সাইমুম, সুমাইয়া আফ্রিন তন্নী, ইউছুফ আলী বক্স, নীলয় হাসান প্রমূখ।