টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের উদ্যোগে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও দোয়া মাহফিল

- প্রকাশিত সময় ১২:২৫:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০
- / 107
শফিক আল কামাল, পাবনাঃ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২০ উপলক্ষে মঙ্গলবার সুর্য্যদয়ের সাথে সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের উদ্যোগে পাবনার জেলা পরিষদ চত্তরে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
এছাড়াও সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইঞ্জিয়ার মো. জমিদার রহমানের নেতৃত্বে অত্র কলেজ চত্তরে নব-নির্মিত ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চীফ ইন্সট্রাক্টর ইঞ্জিয়ার জাকির হোসেন, শাহ আলম, ইঞ্জিয়ার বাসুদেব রায়, আনোয়ার রশিদ খান শিপন, ইন্সট্রাক্টর আলী আকবর মিঞা রাজু, হাসানুজ্জামান, রতন কুমার রায়, ফারহানা খালেদ, আমিরুল ইসলাম, রবিউল ইসলাম, জুনিয়র ইন্সট্রাক্টর ফাহমিদা আক্তার, এরশাদুর রহমান ভূঞয়া, নিয়ামুল হক প্রমুখ।
শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারে অন্যান্য শহীদের বিদেহী আত্মার প্রতি মাগফেরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন পেশ ঈমাম মোহাম্মদ আলী।