ঈশ্বরদীতে সাঁড়াশি অভিযান চলছে

- প্রকাশিত সময় ০৫:১৩:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০
- / 125
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ করোনা ভাইরাসের সংক্রমণ রোধে মানুষকে ঘরে রাখতে ঈীশ্বরদী উপজেলা জুড়ে সাঁড়াশি অভিযানে নেমেছে পুলিশ। শহর ও গ্রামের অলি-গলিতে আড্ডার কেন্দ্রগুলোতে চালানো হচ্ছে অভিযান। এছাড়াও শহরের প্রবেশ মুখ ও গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট।
বুধবার সন্ধ্যা ৭টা থেকে বিভিন্ন এলাকায় অভিযানে নামে পুলিশ। অভিযানে নেতৃত্ব দিচ্ছেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির। এসময় মাইকে সাধারণ মানুষকে ঘরে থাকতে আহ্বান জানানো হয়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ বাহাউদ্দীন ফারুকী বলেন, গুরুত্বপূর্ণ স্থানসমূহে চেকপোস্ট বসিয়ে মানুষের ঘরে ফেরানো কার্যক্রম জোরদার করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির সাংবাদিকদের জানান, ওষুধের দোকান, শিশুখাদ্য ও নিত্যপ্রয়োজনীয় দোকানপাট নির্ধারিত সময়ে চালু রাখাসহ অন্য সকল দোকানপাট বন্ধ রাখা ও সামাজিক দূরত্ব বজায় নিশ্চিত করতে অভিযান অব্যাহত রয়েছে। আমরা মানুষকে সচেতন করছি। এতে আতঙ্কিত হওয়ার কিছু নেই।










