বিজ্ঞপ্তি :
পাবনার সুজানগরে ৮ পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত

বার্তাকক্ষ
- প্রকাশিত সময় ০২:১০:১৪ অপরাহ্ন, রবিবার, ৭ জুন ২০২০
- / 135
এম মনিরুজ্জামান, পাবনাঃ পাবনার সুজানগর উপজেলার সাগরকান্দি পুলিশ ফাঁড়ির ৮ পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে।
শনিবার রাতে এই তথ্য নিশ্চিত করেন সুজানগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান।
তিনি বলেন, সাগরকান্দি পুলিশ ফাঁড়ির ১১ জন পুলিশ সদস্যদের নমুনা সংগ্রহ করা হয়েছিল, এর মধ্যে ৮ জনের নমুনা করোনা ভাইরাস পজিটিভ শনাক্ত হয়েছে।
আক্রান্ত পুলিশ সদস্যরা হলেন, সুলতান আহমেদ (২৩), আলমগীর কবির (৩০), মিনারুল ইসলাম (৪২), ফরিদ আহমেদ (৩৮), মিজানুর রহমান (৩০), শ্রী মিশু চন্দ্র মহন্ত(৫৫), নজরুল ইসলাম (২৫) ও জাহাঙ্গীর আলম (৪০)।
কোভিট-১৯ করোনা ভাইরাসে আক্রান্তের রিপোর্ট পাওয়ার পর জরুরী ভিত্তিতে পুলিশ ফাঁড়ি লকডাউন ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান, পাবনার সিনিয়র সহকারী পুলিশ সুপার সার্কেল ফরহাদ হোসেন।