বিজ্ঞপ্তি :
করোনা কে জয় বগুড়ার ১৫ পুলিশ সদস্য

বার্তাকক্ষ
- প্রকাশিত সময় ১২:০৯:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ জুন ২০২০
- / 150
মহিউদ্দিন নিশাত, বগুড়াঃ জেলা পুলিশ বগুড়ার ১৫ সদস্য করোনা জয় করে আজ থেকে নিয়মিত কর্তব্যে নিয়োজিত হয়েছেন।
পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার আজ বিকেল পৌনে চারটায় ফুল দিয়ে তাদের বরণ করে নেন।
করোনা জয়ী পুলিশ সদস্যরা হলেন ১.এসআই মোঃ আঃ বারী ২. এসআই মোজাহার আলী ৩. এসআই বাবুল হোসেন ৪. এসআই ইলিয়াস কাঞ্চন ৫. এটিএসআই সিরাজুল ইসলাম ৬. কন্সটেবল আজিজুল হক ৭. কং শ্রী সুজন ৮. কং মিজানুর রহমান ৯. কং শ্রী অসীম কুমার ১০.নায়েক মোঃ রফিকুল ইসলাম ১১. কং আল বাসির ১২. কং তাহিদুল ইসলাম ১৩. কং মোঃ অপূর্ব ইসলাম ১৪. নারী কং মোসলিমা বানু এবং ১৫. কং মোঃ আনিছুর রহমান।
















