বিজ্ঞপ্তি :
পাবনার ঈশ্বরদীতে বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু

বার্তাকক্ষ
- প্রকাশিত সময় ১১:১৬:১৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২০
- / 201
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের কৈকুন্ডা গ্রামের শিহাব (১৭) নামে এক যুবকের বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু হয়েছে।
বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আসলাম মালিথার ছেলে শিহাব নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করার সময় তারের সাথে জড়িয়ে পড়লে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শিহাবকে ঈশ্বরদী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঈশ্বরদীর হাসপাতালে জরুরী বিভাগে কর্তব্যরত ডাঃ সাকিব হোসেন জানান, রাত ৮টা ২০ মিনিটের দিকে তাকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শিহাবের মৃত্যু হয়েছে বলে তিনি নিশ্চিত করেন।