পাবনার ঈশ্বরদীতে মোটর সাইকেলসহ ২ চোর আটক

- প্রকাশিত সময় ০১:৫৮:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০
 - / 177
 
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ পাবনার ঈশ্বরদীতে চুরিকৃত মোটর সাইকেলসহ ২ চোরকে আটক করেছে পাকশী ফাঁড়ী পুলিশ।
পাকশী পুলিশ ফাঁড়ির পরিদর্শক শহিদুল ইসলামের নের্তৃত্বে পরিচালিত অভিযানে রেজানগর এলাকার সোহান গাজী ও মুলাডুলির ফরিদপুর গ্রামের মাহিন বিশ্বাস গ্রেফতার হয়েছে।
বুধবার ২২ জুলাই রাত ১০ টা ৩০ মিনিটের সময় অভিযান চালিয়ে চুরিকৃত মোটর সাইকেলটি উদ্ধার ও আসামীদের গ্রেফতার করা হয়।
পাকশী পুলিশ ফাঁড়ির পরিদর্শক শহিদুল ইসলাম জানান, গত ৮ জুলাই ভোরে পাকশী ইউনিয়নের বাঘইল হেমাইত পাড়া গ্রামের হাসেম আলীর বাড়ি হতে পাবনা-হ-১৪-৭৯০৫ ডাইং ৮০ সিসির মোটর সাইকেলটি চুরি হয়। এব্যাপারে ঈশ্বরদী থানায় হাসেম বাদী হয়ে একটি মামলা দায়ের করে। এই মামলার সূত্র ধরে অনুসন্ধান চালিয়ে মোটর সাইকেলসহ দুই চোরকে পুলিশ আটক করতে সক্ষম হয়।
ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসীর উদ্দিন জানান, আসামীদের বিরুদ্ধে থানায় ৩৭৯/৪১১ পেনাল কোডে মামলা দায়ের হয়েছে। মামলা নং ৩৮। বৃহস্পতিবার আসামীদের পাবনা জেল হাজতে পাঠানো হবে।










