ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
সারাদেশের জেলা উপোজেলা পর্যায়ে দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদকর্মী নিয়োগ চলছে । আগ্রহী প্রার্থীগন জীবন বৃত্তান্ত ইমেইল করুন shatakantha.info@gmail.com // দৈনিক স্বতঃকণ্ঠ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৭১১-৩৩৩৮১১, ০১৭৪৪-১২৪৮১৪

ঈশ্বরদীতে আওয়ামী লীগের দুইটি নির্বাচনী অফিসে হামলা

বার্তাকক্ষ
  • প্রকাশিত সময় ০৯:০৪:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০
  • / 84

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাসের দুটি নির্বাচনী অফিসে ভাংচুর ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। 

বুধবার গভীর রাত সাড়ে ১১টায় ঈশ্বরদীর সাহাপুরের আজিজল তলা নির্বাচনী অফিস এবং রাত ১১.৫০ মিনিটের দিকে সলিমপুর ইউনিয়নের মানিকনগর স্কুল সংলগ্ন নির্বাচনী অফিসে এই হামলার ঘটনা ঘটে। এসময় নির্বাচনী অফিস দুটিতে আওয়ামী লীগের কোন নেতা-কর্মী ছিল না।

স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান, আকষ্মিকভাবে নির্বাচনী অফিসে হামলা চালানো হয়। হামলাকারীরা ৭ রাউন্ড গুলি ছুড়ে ও অফিসের চেয়ার টেবিল ভাংচুর করে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে। ঘটনা জানাজানি হলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাৎক্ষনিক এসে বিক্ষোভ মিছিল করে ঘটনার প্রতিবাদ জানিয়েছে।

সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ বাবলু মালিথা বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা হামলা ও ভাংচুরের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসীর উদ্দিন এই ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হামলাকারীদের খুঁজে বের করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ঈশ্বরদীতে আওয়ামী লীগের দুইটি নির্বাচনী অফিসে হামলা

প্রকাশিত সময় ০৯:০৪:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২০

ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাসের দুটি নির্বাচনী অফিসে ভাংচুর ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। 

বুধবার গভীর রাত সাড়ে ১১টায় ঈশ্বরদীর সাহাপুরের আজিজল তলা নির্বাচনী অফিস এবং রাত ১১.৫০ মিনিটের দিকে সলিমপুর ইউনিয়নের মানিকনগর স্কুল সংলগ্ন নির্বাচনী অফিসে এই হামলার ঘটনা ঘটে। এসময় নির্বাচনী অফিস দুটিতে আওয়ামী লীগের কোন নেতা-কর্মী ছিল না।

স্থানীয় আওয়ামী লীগ নেতারা জানান, আকষ্মিকভাবে নির্বাচনী অফিসে হামলা চালানো হয়। হামলাকারীরা ৭ রাউন্ড গুলি ছুড়ে ও অফিসের চেয়ার টেবিল ভাংচুর করে দ্রুত পালিয়ে যায়। এ ঘটনায় এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে। ঘটনা জানাজানি হলে আওয়ামী লীগের নেতা-কর্মীরা তাৎক্ষনিক এসে বিক্ষোভ মিছিল করে ঘটনার প্রতিবাদ জানিয়েছে।

সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল মজিদ বাবলু মালিথা বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা হামলা ও ভাংচুরের ঘটনা ঘটিয়েছে বলে অভিযোগ করেছেন। এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাসীর উদ্দিন এই ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, হামলাকারীদের খুঁজে বের করে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।