আটঘরিয়ায় কৃষকের বাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডে দশ লাখ টাকার মালামাল ক্ষতিগ্রস্ত আহত-৩

- প্রকাশিত সময় ১২:৩৩:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২০
- / 126
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধিঃ
পাবনার আটঘরিয়ার কয়রাবাড়ী গ্রামে কৃষক কানু প্রামানিকের বাড়ীতে এক ভয়াবহ অগ্নিকান্ডে নগদ ২ লাখ টাকাসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আহত হয়েছে ৩ জন।
ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার দিবাগত রাত আড়াইটার সময়।
পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার দেবোত্তর ইউনিয়নের কয়রাবাড়ী গ্রামের মৃত-তমিজ উদ্দিনের ছেলে কানু প্রাং এর বাড়ীতে ওইদিন রাতে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত ঘটলে মুহুতের মধ্যে ৬টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এতে ঘরে ভিতরে থাকা নগদ ২ লাখ টাকা, পেয়াজ, রসুন, টিভি, ফ্রিজ, পাট, হাঁমমুরগী সহ বিভিন্ন আসবারপত্র আগুনে পুড়ে ভূষ্মিভূত হয়। এসময় বাড়ির লোকজন আগুন নিভাতে গিয়ে কানু প্রাং, শেফালী, আজেদা খাতুন আহত হন।
বাড়ীর গৃহকর্তা কানু প্রামানিক জানান, সোমবার ৫ অক্টোবর দিবাগত রাতে গরুর গোয়াল ঘরে মশার কয়েল জালিয়ে সবাই ঘুমিয়ে পরেন। হয়তো গরুর লেজের আঘাতে মশার কয়েলের আগুন থেকে পুরো বাড়ীতে আগুন লেগে যায়। এতে আমার ঘরে রাখা নগদ ২লাখ টাকাসহ প্রায় ১০লাখ টাকা ক্ষতি হয়েছে। বর্তমানে আমার কোনো মাথা গোজা ঠাই নেই। তিনি পাবনা জেলা প্রশাসক, আটঘরিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের সু-দৃষ্টি কামনা করেছেন।