বিজ্ঞপ্তি :
আটঘরিয়ায় ১৪টি মন্ডপে করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে উদযাপন হবে দুর্গাপুজা

বার্তাকক্ষ
- প্রকাশিত সময় ০৯:৫৭:০০ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২০
- / 147
আটঘরিয়া প্রতিনিধিঃ পাবনার আটঘরিয়া উপজেলার ৫ টি ইউনিয়নে ১৪ টি মণ্ডপে করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনেউদযাপন হবে দুর্গা পুজা।
এর মধ্যে আটঘরিয়া কেন্দ্রীয় মাতৃমন্দির, আটঘরিয়া কেন্দ্রীয় কালী মন্দির, উত্তরচক কেন্দ্রীয় ঠাকুরবাড়ি কালী মন্দির, আটঘরিয়া পৌর কেন্দ্রীয় কালী মন্দির, খিদিরপুর ডাঙ্গাপাড়া দুর্গা মন্দির, বাচামারা দুর্গা মন্দির, গোড়রী বারোয়ারী দুর্গা মন্দির, গোড়রী আদি দুর্গা মন্দির,
একদন্ত বারোয়ারী দুর্গা মন্দির, শিবপুর বারোয়ারী দুর্গা মন্দির, কদিমবগদী দুর্গা মন্দির, লক্ষীপুর দুর্গা মন্দির, কৈজুরী গোবিন্দ দুর্গা মন্দির, কৈজুরী কানাইলাল দুর্গা মন্দির, শ্রীপুর হালদার পাড়া দুর্গা মন্দির। আটঘরিয়া পুজা উদযাপন কমিটির সভাপতি শ্রী নিরোদ কর্মকার নিরু জানান এবার পুজা মন্ডপে করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে পূজা উদযাপন করা হবে।