বিজ্ঞপ্তি :
পাবনার আটঘরিয়ায় মানবাধিকার ও নারীর অধিকার শীর্ষক যৌথ কর্মশালা অনুষ্ঠিত

বার্তাকক্ষ
- প্রকাশিত সময় ০৪:২৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২০
- / 120
আটঘরিয়া প্রতিনিধিঃ আটঘরিয়ায় নাগরিক সমাজ শক্তিশালী করণের মাধ্যমে নারীর অধিকার সুরক্ষা প্রতিষ্ঠায় মানবাধিকার ও নারীর অধিকার শীর্ষক যৌথ কর্মশালা ২৯ সেপ্টেম্বর বৃ্হস্পতিবার আটঘরিয়া উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা নাগরিক জোটের সভাপতি ইসহাক আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আটঘরিয়া উপজেলা নির্বাহী অফিসার ফুয়ারা খাতুন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মাহতাবউদ্দিন, সহকারী শিক্ষক মোর্শেদ খান, আশিকুর রহমা, আবুল কালাম আজাদ প্রমুখ।
অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র শিক্ষক আব্দুল কাদের। আর্থিক ও কারিগরি সহযোগিতায় ইউরোপীয়ান ইউনিয়ন নেটজ বাংলাদেশ এবং আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ বাস্তবায়নে।