পাবনার আটঘরিয়ায় ছিনতাইকারি কর্তৃক ভ্যানচালক দুলাল হত্যার প্রতিবাদে মানববন্ধন

- প্রকাশিত সময় ০৮:৪৮:৩৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০
- / 131
আটঘরিয়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনার আটঘরিয়ায় ছিনতাইকারি কর্তৃক ভ্যান চালক মোশাররফ হোসেন দুলাল (৩৮) হত্যার প্রতিবাদে “মানব বন্ধন” অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ২ নভেম্বর খিদিরপুর বাজারে বিকাল চারটার সময় এই মানববন্ধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাজপাড়া ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো: আইয়ুব আলী।
ঘন্টা ব্যাপি মানববন্ধন অনুষ্ঠানে বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা ভাইস চেয়াম্যান জাহাঙ্গীর আলম, শহীদ আব্দুল খালেক ফাইন্ডেশনের সভাপতি ইকবাল শেখ, চাঁদভা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোকাররক হোসেন মোকারম, মাজপাড়া ইউনিয়ন তাঁতী লীগের সাধারন সম্পাদক রুবেল হোসেন, মাজপাড়া ইউনিয়ন শ্রমিক লীগের সাধারন সম্পাদক জিয়াউর রহমান জিয়া, নিহতের ছোট ভাই আব্দুল করিম, নিহতের ছেলে আসিফ হোসেন প্রমূখ।
এসময় বক্তারা বলেন, এই হত্যাকারির সাথে যারাই জড়িত আছে তাদের দ্রæত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আহবান জানান। এবং দ্রুত তাদের ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু কার্যকর করার দাবি জানান। নিহতের ছোট ছেলে আসিফ (৮) কান্না জড়িত কন্ঠে বলেন, আমার বাবাকে যারা খুন করেছে তাদের ফাঁসি চাই।
উল্লেখ্য, গত ৩১ অক্টোবর/২০ইং রবিবার দিবাগত রাত সোয়া একটার দিকে চাঁদভা ইউনিয়নের নওদাপাড়া গ্রামের মৃত-সাদেক আলীর ছেলে মোশাররফ হোসেন দুলাল (৩৮) নামক এক ভ্যানচালক ছিনতাইকারির ছুরিকাঘাতে নিহত হয়।