বিজ্ঞপ্তি :
পাবনার আতাইকুলায় গাঁজার গাছসহ ০১ মাদক ব্যবসায়ী আটক

বার্তাকক্ষ
- প্রকাশিত সময় ০৮:৪৬:১৩ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০
- / 99
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃ পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানা পুলিশ বিশেষ অভিযানে চালিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ওসির নেতৃত্বে গত রবিবার রাতে ১৯ কেজি ওজনের গাজার গাছসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে।
সে থানার দুর্গাপুর গ্রামের আঃ গফুরের ছেলে শাহাদৎ হোসেন (৩২)।
আতাইকুলা থানা পুলিশ জানায় দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজার গাছ নিজে বাড়ীতে রোপন করে বিক্রয় করে আসছিল। গোপন এ সংবাদে রাতে অভিযান চালিয়ে তাকে আটকসহ গাজার গাছ উদ্ধার করা হয়েছে।
আতাইকুলা থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম জানান, মাদক দ্রব্য, বাল্য বিয়ে, জুয়াসহ বিভিন্ন অপরাধ কার্যাক্রমের বিশেষ অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে। শাহাদৎ হোসেনকে মাদক মামলায় আদালতে প্রেরন করা হয়েছে।
আরও পড়ুনঃ পাবনার ঈশ্বরদীতে হেরোইন ও ইয়াবাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার