পাবনার আটঘরিয়ায় যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

- প্রকাশিত সময় ০৮:০৯:১৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২০
- / 147
আটঘরিযা (পাবনা) প্রতিনিধিঃ পাবনার আটঘরিয়া উপজেলা আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
১১ নভেম্বর বুধবার সন্ধ্যায় দেবোত্তর বাজার চৌধুরী সুপার মার্কেট যুবলীগের প্রধান কার্যালয়ে আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে কেক কাটা ও আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন আটঘরিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আজিজুল গাফফার।
এসময় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মেয়র শহিদুল ইসলাম রতন।
আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক গোলাম মাওলা পান্নুর পরিচালনায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সদস্য মোজাম্মেল হোসেন মোজাম, পৌর যুবলীগের সভাপতি আব্দুল আলিম, সাধারন সম্পাদক আসাদ মল্লিক, সাবেক যুবলীগ নেতা ও উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারন সম্পাদক জুলফিকার হায়দার জুলি, পৌর ছাত্রলীগের সভাপতি বাঁধন, সাধারন সম্পাদক খাইরুল ইসলাম নাসিম, চাঁদভা ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল মান্নান মোল্লা, সাধারন সম্পাদক সাবান আলী, একদন্ত ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি আব্দুল্লাহ আল নোমান, সাধারন সম্পাদক এসএম মানিক হোসেন, দেবোত্তর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আবুল কালাম, যুবলীগ নেতা নাসিম সহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।










