পাবনার আটঘরিয়ায় পদমর্যাদা ও বেতন বাড়ানোর দাবীতে কর্মবিরতি পালন

- প্রকাশিত সময় ০৯:৩৮:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২০
- / 137
আটঘরিয়া প্রতিনিধিঃ পাবনার আটঘরিয়া উপজেলায় টেকনিক্যাল পদমর্যাদা ও বেতন বাড়ানোর দাবীতে স্বাস্থ্য সহকারীদের ইপিআই টিকাদান কার্যক্রম বন্ধের ঘোষণা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন ও স্বাস্থ্য পরিদর্শক এবং সহকারী স্বাস্থ্য পরিদর্শক সম্মিলিত পরিষদ আটঘরিয়া উপজেলার উদ্যোগে কর্মবিরতি ঘোষণা করেন।
বৃহস্পতিবার ২৬ নভেম্বর সকালে আটঘরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে টিকা কার্যক্রম বন্ধের ঘোষণা কর্মবিরতি অনুষ্ঠিত হয়।
আটঘরিয়া হেলথ এসিস্ট্যান্ট এসোসিয়েশন এর সভাপতি আশরাফুল ইসলাম এর সভাপতিত্বে কর্মবিরতি অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দাবী বাস্তবায়নের আহবায়ক স্বাস্থ্য পরিদর্শক গোলাম মোস্তফা।
বক্তব্য রাখেন উপদেষ্টা ও আটঘরিয়া উপজেলা কর্মচারী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খোকন, সহসভাপতি গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদক চন্দন কুমার তরফদার, সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান সহ আলতাফ হোসেন ফারুক আহমেদ, আব্দুল হামিদ, সহিদুর রহমান, পারভিন খাতুন প্রমুখ।
বক্তারা বলেন টেনিক্যাল পদমর্যাদা ও বেতন বাড়ানোর দাবী পূরন না হলে কর্মবিরতি পালন করে যাবেন।