বিজ্ঞপ্তি :
পাবনায় শর্টসার্কিট হয়ে দুটি ঘর পুড়ে ছাই প্রায় ৪ লাখ টাকার ক্ষতি

বার্তাকক্ষ
- প্রকাশিত সময় ১২:৪৯:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ ডিসেম্বর ২০২০
- / 189
পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলা গয়েগপুর ইউনিয়নের মাছিমপুর গ্রামের শর্টসার্কিট হয়ে দুটি ঘর পুড়ে ছাই। প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ক্ষতিগস্ত মমিন মন্ডল।
তিনি জানান গতকাল সন্ধায় বাড়িতে থাকা বিদ্যুৎতে মিটারর হঠাৎ আগুন লেগে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে ঘরে থাকা টিভি, ফ্রিজ, সোনার অলংকার , ঘরে থাকা অসবাসপত্র পুরে ছাই হয়ে যায়।
এলাকাবাসী ফায়ার সার্ভিসকে খবর দিলে ঘটনাস্থল একটি ইউনিট টিম এসে আগুর নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ঘরে থাকা সকল আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়।
ঘটনাস্থলে গয়েশপুর ইউনিয়ন চেয়ারম্যান মোতাহার হোসেন মুতাই পরিদর্শন করেছেন তিনি পরিবারটির সাহায্য সহযোগিতার আশ্বাস দেন।
সব হারিয়ে পরিবারটি খোলা আকাশের নিচে জীবন-যাপন করছেন। পরিবারটির পাশে দাঁড়ানোর দাবি এলাকাবাসী ও সর্বস্তরের জনগণ।
















