পাবনায় সরকারিভাবে অভ্যন্তরীণ আমন চাউল সংগ্রহের উদ্বোধন
- প্রকাশিত সময় ১১:১৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১
- / 85
পাবনা প্রতিনিধিঃ পাবনা সদর উপজেলাতে সরকারিভাবে প্রান্তিক কৃষক ও ডিলারদেল কাছে থেকে সরকারি মূল্যে চলতি মৌসুমের আমন চাউল সংগ্রহের শুভ উদ্বোধন হয়েছে।
(৫ জানুয়ারী বুধবার) দুপুরে পাবনা সদর (এলএসডি) খাদ্য সংরক্ষণ গোদামে এই কার্যক্রমরে উদ্বোধন করেন পাবনা জেলা প্রশাসক ও জেলা খাদ্য সংগ্রহ মনিটরিং কমিটির সভাপতি কবির মাহামুদ।
এসময় উপস্থিত ছিলেন জেলা খাদ্য নিয়ন্ত্রক মুহাম্মদ তানভীর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ শহীদুল হক, পাবনা সদর (এলএসডি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুদা পারভীন, পাবনা সদর নূরপুর (এলএসডি) ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম, সুজানগর সদর (এলএসডি) ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ মোস্তফা মিল্টন, বিসিক শিল্প নগরির সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন ডাবলু, পাবনা চাউল কল মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক তৈহিদুল হোসেন পলাশ প্রমুখ।
পাবনা সদর উপজেলাতে এই মৌসুমে ধান সংগ্রহরে লক্ষ মাত্রা ধরা হয়েছে ১ হাজার ৩শ ৪২ মেট্রিক টন। আর সিদ্ধ আমন চাউল সংগ্রহের লক্ষমাত্রা ধরা হয়েছে ৩ হাজার ২ শত ৮৮ মেট্রিক টন। আর আতপ চাউল ধরা হয়েছে ১শত ৩৪ মেট্রিক টন। সরকারি ভাবে ধান ২৬ টাকা কেজী দরে ও আমন সিদ্ধ চাউল ৩৭/ আতপ চাউল ৩৬ টাকা কেজী দরে ক্রয় করা হচ্ছে।
৫ জানুয়ারী থেকে এই ধান, চাউল সংগ্রহরে কার্যক্রম শুরু হয়ে চলবে ২৮ ফেব্রয়ারী পর্যন্ত। শুরুর প্রথম দিনে মিলারদের দেয়া ৪০ মেট্রিক টন চাউল দিয়ে সংগ্রহ কার্যক্রম শুরু হয়।
তবে চলতি মৌসুমে খোলা বাজের প্রান্তিক কৃষক সরকারি দামের চাইতে একটু বেশি মূল্য পাওয়াতে হাট বাজারে সাধারন পাইকারদের কাছে ধান চাউল বিক্রি করছে। তাই এই বছরের সরকারি ভাবে নির্ধারতি ধান চাউল সংগ্রহের লক্ষমাত্রা সবটুকু পূরণ নাও হতে পারে বলে জানা গেছে। তবে প্রান্তিক কৃষক খোলা বাজের ভালো দাম পাওয়ার কারনে সরকার বেশ শস্তি বোধ করছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ঠরা।
প্রথম পর্যায়ে সংগ্রহরে কার্যক্রম একটু ধীর গতীর হলেও সরকারি ভাবে চাউল সংগ্রহরে কার্যক্রমের ধারাবাহিকতা ঠিক রাখার জন্য প্রান্তিক কৃষক ও ডিলারদের সাথে যোগাযোগ করা হচ্ছে বলে জানান জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তাগণ।