বিজ্ঞপ্তি :
পাবনার রূপপুর প্রকল্পে মই পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

বার্তাকক্ষ
- প্রকাশিত সময় ০৪:৩৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ ফেব্রুয়ারী ২০২১
- / 125
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ পাবনার ঈশ্বরদী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত অবস্থায় মই পড়ে দুর্ঘটনায় এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার (৩ ফেব্রুয়ারি) রাত দেড়টায় এ দুর্ঘটনা ঘটে এবং ঘটনাস্থলেই নির্মাণ শ্রমিক মারা যান।
নিহত শ্রমিক সেলিম হোসেন (৪৫) নতুন রূপপুর দক্ষিণ পাড়া এলাকার মৃত নূরাল মোল্লার ছেলে।
জানা যায়, ওই শ্রমিক রূপপুর প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান নিকিমথ কোম্পানীর শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। দুর্ঘটনার সময় লোহার মই দিয়ে কাজ করতে ছিলেন। অসাবধানবশত মই মাথার উপর পরলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এই রকম আরও টপিক
ঈশ্বরদী কর্মরত দুর্ঘটনা পাবনা মই পড়ে মৃত্যু রূপপুর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প শ্রমিক