পাবনার ঈশ্বরদীতে ইয়াবাসহ ০১ মাদক ব্যবসায়ী আটক

- প্রকাশিত সময় ০১:২৪:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১
- / 147
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ পাবনার ঈশ্বরদীতে গোপন সংবাদের ভিত্তিতে পাকশী ফাড়ির পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামী হলো, পাবনা জেলার ঈশ্বরদী থানার সাহাপুর ইউনিয়নের দিয়াড় সাহাপুর গ্রামের আব্দুর রশীদের পুত্র মনিরুল ইসলাম মনির (৩৭)।
বৃহস্পতিবার (৪ মার্চ) রাত বারোটার দিকে ফাড়ির পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম এর নেতৃত্বে নতুনহাট গোলচত্বর হতে ৫০ পিচ ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে কে আটক করা হয়।
মাদক ব্যবসায়ী মনির একজন চিহ্ণিত মাদক ব্যবসায়ী উল্লেখ করে পরিদর্শক শহিদুল ইসলাম জানান।
মনিরের মোটর সাইকেলের গতিরোধ করে তল্লাশি চালানো হলে প্যান্টের পকেটে এই ইয়াবা পাওয়া যায়।
এসময় তার ফ্রিডম মোটর সাইকেলটিও আটক করা হয়।
মামুনের বিরুদ্ধে আগে অস্ত্র মামলা ও দ্রুত বিচার আইনে দুটি মামলা রয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত ঈশ্বরদী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে থানার ওসি আসাদুজ্জামান আসাদ নিশ্চিত করেছেন। সকালে তাকে পাবনা জেল হাজতে প্রেরণ করা হবে।
আরও পড়ুনঃ পাবনার ঈশ্বরদীতে ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার