ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ
বিজ্ঞপ্তি :
সারাদেশের জেলা উপোজেলা পর্যায়ে দৈনিক স্বতঃকণ্ঠে সংবাদকর্মী নিয়োগ চলছে । আগ্রহী প্রার্থীগন জীবন বৃত্তান্ত ইমেইল করুন shatakantha.info@gmail.com // দৈনিক স্বতঃকণ্ঠ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন ০১৭১১-৩৩৩৮১১, ০১৭৪৪-১২৪৮১৪

পলাশে ছেয়েছে গাইবান্ধা পৌর পার্ক ভ্রমন পিয়াসুদের আনাগোনা

বার্তাকক্ষ
  • প্রকাশিত সময় ০৫:২৮:১৬ অপরাহ্ন, সোমবার, ৮ মার্চ ২০২১
  • / 93

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ  উত্তরে জনপদ গাইবান্ধায় শীত কে বিদায় জানিয়ে  প্রকৃতি একরাশ পলাশে গাঁথা মালা দিয়ে যেন বসন্তকে বরন করে নিয়েছে।

সাজিয়েছে যেন ঋতু রাজের সাজে। ঋতুরাজ বসন্ত মানেই পলাশের রঙ ছড়ানো দারুণ একটি মাস।

পুরোপুরি বসন্ত না আসলেও প্রকৃতি যেন  বসন্তের উপস্থিতি আগাম জানান দিচ্ছে।

জেলা শহরের পৌর পার্কে পলাশ গাছে রাশি রাশি ফুলের সমাহার।

যা এ জেলায় ঘুরতে আসা ভ্রমন পিয়াসুদের খুব বেশি আকৃষ্ট করে এবং জানিয়ে দেয় যে শীতে পেরিয়ে বসন্ত এসেছে পেরিয়েছে চৌকাঠ।

গাইবান্ধায় এক সময় যথাযথ গাছ দেখা যেত পলাশ ফুলের। কালের পরিত্রুমায় এখন আর পলাশ ফুলের গাছ তেমন দেখা যায় না।

তারপরও গাইবান্ধা পৌর পার্ক এ পলাশ ফুলের গাছ ফুলে ফুলে ছেয়ে গেছে।  গাছটিতে রাশি রাশি ফুল।

তবে যত্ন খুব একটা নেওয়া হয় নাহ এসব গাছের। তাই কালে কালে বিলুপ্ত হয়ে যাচ্ছে এসব গাছ।

প্রকৃতিতে দূর্লভ হয়ে উঠছে পলাশ ফুলের গাছ। নতুন প্রজন্মের অনেকেই পলাশ ফুলের সাথে পরিচিত নয়।

তাই নিজে সচেতন ও প্রকৃতির প্রতি ভালোবাসা থাকলে টিকিয়ে রাখা যাবে বসন্তে ফোঁটা পলাশকে।

আরও পড়ুনঃ গাইবান্ধায় সূর্যমুখীর বাগান দেখতে উপচে পড়া ভীর বিপাকে সূর্যমুখী চাষি

পলাশে ছেয়েছে গাইবান্ধা পৌর পার্ক ভ্রমন পিয়াসুদের আনাগোনা

প্রকাশিত সময় ০৫:২৮:১৬ অপরাহ্ন, সোমবার, ৮ মার্চ ২০২১

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ  উত্তরে জনপদ গাইবান্ধায় শীত কে বিদায় জানিয়ে  প্রকৃতি একরাশ পলাশে গাঁথা মালা দিয়ে যেন বসন্তকে বরন করে নিয়েছে।

সাজিয়েছে যেন ঋতু রাজের সাজে। ঋতুরাজ বসন্ত মানেই পলাশের রঙ ছড়ানো দারুণ একটি মাস।

পুরোপুরি বসন্ত না আসলেও প্রকৃতি যেন  বসন্তের উপস্থিতি আগাম জানান দিচ্ছে।

জেলা শহরের পৌর পার্কে পলাশ গাছে রাশি রাশি ফুলের সমাহার।

যা এ জেলায় ঘুরতে আসা ভ্রমন পিয়াসুদের খুব বেশি আকৃষ্ট করে এবং জানিয়ে দেয় যে শীতে পেরিয়ে বসন্ত এসেছে পেরিয়েছে চৌকাঠ।

গাইবান্ধায় এক সময় যথাযথ গাছ দেখা যেত পলাশ ফুলের। কালের পরিত্রুমায় এখন আর পলাশ ফুলের গাছ তেমন দেখা যায় না।

তারপরও গাইবান্ধা পৌর পার্ক এ পলাশ ফুলের গাছ ফুলে ফুলে ছেয়ে গেছে।  গাছটিতে রাশি রাশি ফুল।

তবে যত্ন খুব একটা নেওয়া হয় নাহ এসব গাছের। তাই কালে কালে বিলুপ্ত হয়ে যাচ্ছে এসব গাছ।

প্রকৃতিতে দূর্লভ হয়ে উঠছে পলাশ ফুলের গাছ। নতুন প্রজন্মের অনেকেই পলাশ ফুলের সাথে পরিচিত নয়।

তাই নিজে সচেতন ও প্রকৃতির প্রতি ভালোবাসা থাকলে টিকিয়ে রাখা যাবে বসন্তে ফোঁটা পলাশকে।

আরও পড়ুনঃ গাইবান্ধায় সূর্যমুখীর বাগান দেখতে উপচে পড়া ভীর বিপাকে সূর্যমুখী চাষি