বিজ্ঞপ্তি :
পাবনার ঈশ্বরদীতে গাঁজাসহ ০১ মাদক ব্যবসায়ী আটক

বার্তাকক্ষ
- প্রকাশিত সময় ০১:২৬:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১
- / 160
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতাঃ পাবনার ঈশ্বরদীতে গোপন সংবাদের ভিত্তিতে পাকশী ফাঁড়ির পুলিশ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম গাঁজাসহ সেলিম হোসেন (৫০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
বুধবার (১০ মার্চ) রাত দশটার দিকে ফাঁড়ির পুলিশ পরিদর্শক শহিদুল ইসলামের নের্তৃত্বে বড়ইচারা এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
পুলিশ ইনসপেক্টর শহিদুল ইসলাম জানান, দিয়ার বাঘইল গ্রামের মৃত মকবুল হোসেনের পুত্র সেলিম হোসেন বড়ইচারা হতে নতুনহাট অভিমুখে যাওয়ার সময় তার বাজার করার ব্যাগ তল্লাশি চালিয়ে গাঁজা পাওয়া যায়। বেশ কিছুদিন ধরে চিহ্ণিত মাদক ব্যবসায়ী সেলিমের উপর পুলিশের নজর ছিলো।
থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, এ ব্যাপারে ঈশ্বরদী থানায় মামলা দাযের হয়েছে।
বৃহস্পতিবার তাকে পাবনা জেল হাজতে পাঠানো হবে বলে জানান তিনি।










