বিজ্ঞপ্তি :
পাবনার আটঘরিয়ায় ধারালো বটির উপর পড়ে শিশুর মৃত্যু

বার্তাকক্ষ
- প্রকাশিত সময় ০২:০৩:০৩ পূর্বাহ্ন, বুধবার, ৭ এপ্রিল ২০২১
- / 147
আটঘরিয়া সংবাদদাতাঃ পাবনার আটঘরিয়া উপজেলার মাজপাড়া ইউনিয়নের রোকনপুর গ্রামে ধারালো বটির উপর পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত শিশুর নাম আল্পনা খাতুন (৪), পিতার নাম আশরাফ আলী।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ৬ এপ্রিল বেলা সাড়ে ১২ টার সময়।
স্থানীয় ও পারিবারিক সূত্র জানায়, নিহত শিশু ঘড়ের মাচার উপর খেলা করছিল। এ সময় শিশুটির মা বটি দিয়ে ঝাটার খিল তুলছিল। হটাৎ শিশুটি মাচার উপর থেকে লাফিয়ে বটির উপর পড়ে এবং পেট কেটে যায়। দ্রুত আটঘরিয়া হাসপাতালে নেওয়ার পথে শিশুটি মারা যায়।
এ ব্যাপারে আটঘরিয়া থানার ওসি হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, শিশুটি খেলা করার সময় মাচার উপর থেকে লাফ দিয়ে বটির উপর পড়ে আহত হয়৷ তাকে দ্রুত হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।