মানুষের নির্মমতার শেষ কোথায়?????

- প্রকাশিত সময় ১০:৫৩:২৮ অপরাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১
- / 255
ঝালকাঠি প্রতিনিধিঃ সাম্প্রতিক ১০-০৪-২১ রোজ শনিবার গ্রাম ইশ্বরকাঠি ইউনিয়ন ভৈরব পাশা উপজেলা নলসিটি জেলা ঝালকাঠি ধান খাওয়ার অপরাধে নিরিহ বাবুই পাখির বাসায় আগুন জ্বালিয়ে দিয়েছে ।
সেই আগুনে অনেক পাখির ডিম ও বাচ্চা পুড়ে গেছে। বাসার নিচে পরে আছে আগুনে দগ্ধ পাখির বাচ্চা গুলো । মানুষ রুপে এক পশুর নির্মমতা আচরণে বাসার নিচে পরে আছে আগুনে দগ্ধ পাখির বাচ্চা গুলো।
বাসার আশেপাশে মা পাখিদের কিচিরমিচির শব্দ!কথা না বলা পাখি গুলো ওরা মনে হয় বোঝাতে চায় তারা এর সঠিক বিচার চায়! ধান খাওয়ার জন্যই তাদের উপর এরকম অত্যাচার চালায়।
অপরাধীর নাম জয়নাল শিকদার। পকৃতি পরিবেশ সামাজিক বনায়দ সাদ কৃষি ও বিলুপ্ত বন্য প্রাণী সংরক্ষনে সেচ্ছাসেবী সংগঠন নিউহোপ ডেভেলপমেন্ট সোসাইটি জেলা ভিত্তিক টিম ঘটনাটি জানার পর তাদেরকে বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য এগিয়ে আসে নলসিটি উপজেলা নির্বাহী অফিসার এবং ঝালকাঠি জেলা প্রশাসক মহাদের সার্বিক সহযোগিতায় পরবর্তীতে এ রকম ঘটনা যেন আর না ঘটে সে বিষয়ে সতর্ক করা হয়।






















